নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫


১//
কথা ছিল তুমি একটা মানচিত্র এনে দিবে,
সম্মুখযুদ্ধে অথবা গেরিলাযুদ্ধে অংশগ্রহণ করে
একদিন ছিনিয়ে আনবে বিজয় ।
- এই ভেবে
সংগীতাও তার সবকটা জানালা খুলে দিয়ে
অপেক্ষা করছিল...

অনেকেই ফিরে আসেনি,
তুমি এসেছিলে ।

এখন আটচল্লিশ বছর পর
তুমি নিজেই রাষ্ট্রহীন হলে
স্বভাবতই তোমার লাশ বেওয়ারিশ ।
- এতে সংগীতারও কিছু করার নেই

একজন বিশ্বজননী সেটা ভাল করেই জানে ।

২//
অন্ধকারের ভেতরই কেবল আগুন তার আসল রূপ পায়,
অথচ অমাবস্যা আমরা কেউ'ই পছন্দ করিনা

আর আগুনে আমাদের বড্ড ভয় !

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১২

মেহরাব হাসান খান বলেছেন: কবিতা অত বুঝিনা, কবিরা অল্প কথায় বিরাট কিছু লিখে দেন। বারবার পড়ে হাল ছেড়ে দেই।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

সাইন বোর্ড বলেছেন: দুঃখিত, আমার কবিতা কি আপনার বুঝতে অসুবিধা হলো ? আসলে কবিতায় কিছুটা বিমূর্ততা রাখতে হয়, আর সেটা যদি রাজনৈতিক কবিতা হয়, তাহলে তো অবশ্যই থাকবে । ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনি যেনো অপারে ভালো থাকেন, এই কামনা।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

সাইন বোর্ড বলেছেন: এ ছাড়া আর একজন ভিন্নমতের মুক্তিযোদ্ধার জন্য আমরা আর কিইবা করতে পারি । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শ্রদ্ধায় জানাই। কবিতায় ভালো লাগা।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনি যখন ক্ষমতায় ছিলেন, তখন আমি স্কুল ছাত্র। রাজনীতি নিয়ে আগ্রহ ছিলো না। তাই খুজখবর জানতাম।

যাইহোক, উনি একজন ভালো মানুষ ছিলেন। তাই ৭১'রে যুদ্ধ করেছেন। পুরু জীবন মানুষের জন্য কাজ করেছেন। শেষে, অপরাজনীতির অনেল পুড়ে দেশান্তরি হয়ে, দেশহীন মানুষ হিসেবে মারা গেছেন; এটা পুরু দেশের লজ্জা!

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

সাইন বোর্ড বলেছেন: জাতির ভাললাগা, মন্দলাগা, সুখ-দুঃখ আজ কয়েক জনের হাতের তালুতে বন্দী, সেই কয়েক জনের তো কোন লজ্জা লাগছে না । জাতির এসব অনুভূতি থাকতে নেই । আবারও ধন্যবাদ ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুদ্ধের কবিতাটা অনেক কথা মনে করিয়ে দেয়।+++

০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

এস সুলতানা বলেছেন: সুন্দর++++


কেমন আছেন আপনি ?

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১১

সাইন বোর্ড বলেছেন: জ্বি, ভাল আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন ? শুভ কামনা রইল ।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

খায়রুল আহসান বলেছেন: মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্লাটুন এর একজন সফল, সক্রিয় সদস্য হিসেবে ঢাকা কাঁপানো এই অসম সাহসী বীর মুক্তিযুদ্ধার অসীম অবদানের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
হয়তো তার পাশে ওনার বিরুদ্ধে উল্থাপিত দুর্নীতির কথারও উল্লেখ থাকবে, কিন্তু বাংলাদেশের অপরাপর ক্ষমতাবান দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দুর্নীতির পাশে তার সে কুখ্যাতি অনেকটা ম্লান দেখাবে।
ওনার দুটো কাজের দৃষ্টান্ত ওনার বড় মনের পরিচয় দেয়ঃ
* আক্রমণাত্মক পুলিশের বারি খেয়ে মাথা ফেটে অঝোরে ফিনকি দিয়ে রক্ত ঝরার সময়ও তিনি আনুগত্য থেকে একচুল সরে আসেন নি।
** বাবরি মাসজিদ আক্রমণের পরবর্তী ঘটনা প্রবাহের সময় উনি নিজের নিরাপত্তার কথা না ভেবে পুরনো ঢাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের রক্ষাকবচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। অবশ্য এর প্রতিদানও তিনি তাদের থেকে পেয়েছিলেন। পরবর্তী নির্বাচনের সময় পুরাতন ঢাকাবাসী নাগরিকগণ দল বেঁধে তাঁকে ভোট দিয়ে বিপুল শক্তিশালী একজন প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন।
উনি একজন সফল সংগঠক ছিলেন। ব্রাদার্স ইউনিয়ন তার উজ্জ্বল স্বাক্ষর।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯

সাইন বোর্ড বলেছেন: এমন একজন বীর মুক্তিযোদ্ধা তাঁর জীবনের শেষ মূহুর্তগুলো স্বদেশে কাটাতে পারলেন না এমন কি মৃত্যুর পরও সরকারের কাছে আর্জি করে তাঁর লাশ দেশে আনতে হলো । তাহলে, এ দেশ স্বাধীন করে কি পেলেন উঁনি ? ধন্যবাদ খায়রুল ভাই, আপনার লেখা পড়ে আরো কিছু জানতে পারলাম উঁনার সম্পর্কে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.