![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১//
কয়েকদিন ছিল না শীত না গরমের রাত
খালি গায়ে বেশ তো জানালা খোলা,
ভাবছি কী আরাম কী আরাম !
তিন দিন পর দেখি তিতামুখ, খুক খুক...
এখন ভরা পেটে খাও প্যারাসিটামল,
দুই বেলা ।
এ্যন্টিবায়োটিক কি খুব প্রয়োজন ?
২//
শীতের আগে এই নিম্নচাপ,
ছুটছে মানুষ, উত্তাল সাগর, জলোচ্ছ্বাস...
গোল চক্কর পেরিয়ে আর কতদূর যেতে পারি ?
দিন শেষে বুকের মধ্যে কেবলই হাহাকার !
৩//
এখনো তোমাকে বলা হয়নি
আমার নিষ্কর্মা সময়ের সাথে
আরো তিন দিন যোগ হয়েছে
বাতাসের এক টানা গতিবেগ
ঘন্টায় এক'শ থেকে এক'শ বিশ মাইল
এ সময় তুমিও নিরাপদ দূরত্বে থেকো
তাহলে নিরাপদ থাকবে বাংলাদেশ
১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩
সাইন বোর্ড বলেছেন: এ কথা জেনে আমিও আপ্লুত হলাম, অসংখ্য ধন্যবাদ ।
২| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: এন্টিবায়োটিক শরীরের জন্য ক্ষতিকর।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫
সাইন বোর্ড বলেছেন: কিন্তু একটা সময় সেটা না খেয়ে আর উপায় থাকেনা । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
কালো যাদুকর বলেছেন: আশা করি ঝরের পর সব ঠিক হয়ে যাবে।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫
সাইন বোর্ড বলেছেন: তাই যেন হয় । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭
সোনালী ডানার চিল বলেছেন: মনে পড়লো ঝরা পাতার গান, অথবা পাতা ঝরার আগে-
চমৎকার লিখেছেন তিনটাই, তবে তিন নম্বরটি বেষ্ট!
শুভকামনা
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৫| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
করুণাধারা বলেছেন: পড়ে মজা লাগলো। ঋতু পরিবর্তনের এই সময়ে ঠান্ডা লাগা খুব সাধারণ ব্যাপার, এই নিয়ে লেখা কবিতা ভালো লাগলো।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১
সাইন বোর্ড বলেছেন: আজকাল যে কোন বিষয় নিয়েও কবিতা হতে পারে, অতিরিক্ত ভাব-গাম্ভীর্যতা আধুনিক কবিতায় বড্ড বেমানান । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬
তারেক ফাহিম বলেছেন: শেষের কাব্যে বেশি ভালোলাগা।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
সাইন বোর্ড বলেছেন: জেনে আমরাও ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ ।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯
হাবিব বলেছেন: আপনার লেখার যে নির্যাস........ মুগ্ধ করে বার বার আমায়