![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এখন আর কোন কিছুতেই মন খারাপ হতে নেই;
বার বার রাস্তাটা হারিয়ে ফেললে অথবা অতি চেনা
নদীটির হঠাৎ দিক পরিবর্তন দেখলে কিংবা
যে জমিতে তুমি ফসল ফলাচ্ছো বার মাস
সেই জমিতে ঋতু বদলে ফসলের পরিবর্তে
অচেনা দীর্ঘশ্বাস জন্ম নিলে - মন খারাপ করতে নেই
আলেয়ার কথা না হয় বাদই দাও
দিগন্তকে তো দিনের আলোর মতই মনে হয়
তবু হাঁটতে হাঁটতে সেও একদিন অধরা থেকে যায়
তারপরও ক্লান্ত পথিকের চোখের দিকে তাকালে
যে কেউ খুঁজে নিতে পারে এক খন্ড দিশা,
রাত শেষে হয়ত সেটাই সূর্যালোকের শেষ ভরসা
তাই, কোন কিছুতেই এখন আর মন খারাপ করতে নেই ।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
সাইন বোর্ড বলেছেন: আশেপাশে এত বেশি মন খারাপের মত ঘটনা ঘটছে যে, এগুলো মাথায় নিলে কোন কাজই করা যাবেনা । আসলে এখন আমরা মন খারাপের দিনেই বাস করছি, তবু যে করেই হোক মন ভাল রাখতে হবে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
২| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আসলেই। কোনো কিছুতেই মন খারাপ করতে নেই এখন
মানুষজন দিনদিন ক্যামন ক্যামন হয়ে যাচ্ছে,
যেনো পরের মনের সুখদুঃখ বুঝবার সময় কারো কাছেই নেই।
কিংবা, যা হওয়ার
যা ঘটবার
তাই হয়েছে, তাই ঘটেছে...
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪
সাইন বোর্ড বলেছেন: আমরা একটা কঠিন দুঃসময় পাড়ি দিচ্ছি, এত সহজে এখান থেকে আমাদের নিস্তার নেই । পড়া ও যুক্তিপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৭
সম্রা৩২১ বলেছেন: মন খারাপ হয়েই যায় ভাই।যতই ভাবি মন খারাপ করব নাহ,মন ভাল করে রাখব কিন্তু পারি নাহ ভাই।
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২
সাইন বোর্ড বলেছেন: এটা এক দিনে হবেনা, দিনের পর দিন চেষ্টা করতে হবে ভাল থাকার । সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ । অসংখ্য ধন্যবাদ ।
৪| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৪
কিরমানী লিটন বলেছেন: অনেক সুন্দর - নান্দনিক ++++
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
শাহিন-৯৯ বলেছেন:
চাইলে কি মন খারাপ না করে থাকা সম্ভব?
সম্ভব নয়, কারণ এই নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। যতই মুখে বলি না কেন।
এই ধরুণ বাংলাদেশ যখন বিশ্বকাপে তিন বলে একরান নিতে পারিনি তখন বলেছিলাম বাংলাদেশ হেরে গেলে আর মন খারাপ করব না কিন্তু সম্ভব হয়নি, আজ যেমন তীরে এসে তরী ডুবালো মন এমনিতেই খারাপ হয়ে গেছে।
মন খারাপ ভালবাসা, আবেগ থেকে জন্ম নেয় এখানে চাইলেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
লিখতে থাকুন, সাথে আছি
শুভ কামনা।