![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১//
যে মা নির্ঘুম রাত কাটায় তসবি-তেলাওতে,
দূর থেকে তার সন্তানও তা বুঝতে পারে
মায়ের পাশে না থেকে
তখন 'বুলবুল'-এ ক্ষতিসাধন কম হয় উপকুলে ।
২//
খাওয়ার তেল বলতে আগে বাজারে
সাধারনতঃ সরিষার তেলই বেশি পাওয়া যেত,
এখন হরেক রকম তেলের পাশাপাশি
এক ধরণের বলদ-তেলের কথাও শুনি
যা দেখতে অনেকটা নাকি বান্দরের মত ।
৩//
কারো কাছে নিছক শান্তনা হলে কথাটা সত্য যে
চরিত্র বলতে শুধু চামড়া ও অন্তর্বাসকে বোঝায় না
মেধা, মনন এবং পরিশ্রমেরও একটা মূল্য আছে
এ জন্য কারো আপত্তিকর ছবি, ভিডিও হাতে পেলেই
সেটিকে ভাইরাল করে দেওয়া ঠিক না ।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
কিরমানী লিটন বলেছেন: খুব ভালো লাগলো - চমৎকার.....
+++
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: আপনার কবিতা সমসাময়িক এবং উজ্জ্বল মানবিক-
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
আরাফআহনাফ বলেছেন: দারুন লিখেছেন ।
বাবাদের কস্ট চোখ দিয়ে বোঝার নয় - কেউ বুঝতেও চায় না।
নিরবে তাঁর সব অবদান, নিরবই থাকে সেইসব।
ভালো ছবির জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।