নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

সোজা চোখ বাঁকা চোখ

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০


যে মানুষ কোন ধর্মালয়েই যায় না, তার কাছে
মসজিদ কিংবা মন্দির উচ্ছেদে কিছু যায়-আসেনা ।

কথাটা এ পর্যন্ত ঠিক থাকলে
প্রায় পাঁচ'শ বছর পূর্বের একটা স্থাপত্য মানে
তার কাছে শুধু এটা একটা ঐতিহাসিক কীর্তি অথবা কলা,
যা দেখে কিছু সময়ের জন্য হয়ত ইতিহাসে ফেরা যায়,
হাতুড়ি, শাবল দিয়ে ভেংগে গুড়িয়ে দেওয়া যায় না ।

কিন্তু এখন নাস্তিক হওয়াটাও এত সহজ নয়

তাই, প্রধান বিচারপতি যখন ইতিহাসকে ঝান্ডা মেরে
অমূল্য এই স্থাপত্যটিকে ভেংগে ওখানে রাম মন্দির
নির্মাণের নির্দেশনা দেয়, তখন স্বাভাবিক ভাবেই
রামভক্ত উগ্র ধর্মব্যবসায়ীরা আনন্দে বগল বাজায়...

আর দূর্বল বাবরি মসজিদ-প্রেমিরা উপরওয়ালার
কাছে দু'হাত তুলে প্রার্থনা করে, বিচার জানায়...

এ অবস্থায় একজন প্রকৃত নাস্তিকের অনুভূতি কি ?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: একজন প্রকৃত নাস্তিক এই রায়ে খুশি হওয়ার কথা নয়।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২১

সাইন বোর্ড বলেছেন: যদি খুশী হয়ে থাকে তবে বুঝতে হবে সে আসলে প্রকৃত নাস্তিক হতে পারেনি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

তাফসির বলেছেন: ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া কোন দেশ মাত্র ৭০ বছরে ধর্মনিরপেক্ষ হবে?

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

সাইন বোর্ড বলেছেন: তা হবে না, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনায় আছে তারা যদি সাম্প্রদায়িকতাকে উসকে দেয় তাহলে কোনদিনই সম্ভব নয় । আমাদের বুঝতে হবে যে, ১৯৪৭ আর ২০১৯ এর প্রেক্ষাপট এক নয় । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

কৌটিল্যা বলেছেন: সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সকল কালে, সকল দেশে একই রকম।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৯

সাইন বোর্ড বলেছেন: কিন্তু কোন একটা গোষ্ঠী বা দল যদি এ থেকে ফায়দা লুটতে চায়, তাহলে অন্ততঃ সচেতন মানুষদের এটা বোঝা উচিৎ এবং এসবের তীব্র প্রতিবাদ করা উচিৎ । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.