![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
পাথর খেতে তো বলিনি, বলেছি
লাল আটার রুটির সাথে গাজর, পেঁপে
কাঁচকলা আর ফুলকপির মিক্সড সবজি খেতে ।
সাথে একটা ডিমপোচও রাখা যেতে পারে
কারন তাতে পিঁয়াজ না দিলেও চলে
আমাদের সকালগুলো এখন ভেষজ ট্রিটমেন্টের মত;
খালি পেটে নিমপাতার রসে কৃমিনাষক ইচ্ছেগুলো,
তাই ক্রমশ যেন নূরানি মক্তবের চেহারা...
লিল্লাহ বোডিং এর জন্য আমরা আর কি করতে পারি ?
ভাবছি, আমিও একদিন লোহাবাবা হব,
সেদিন পদ্মা মেঘনা যমুনা খেয়ে তোমার শক্ত কথাও
অনায়াসে হজম করে ফেলব
সেদিন তুমিও অবাক হয়ে দেখে নিও ।
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০
সাইন বোর্ড বলেছেন: 'মিক্সড' কিছুতেই লিখতে পারছিলাম না, তাই আপনারটাই কপি পেষ্ট করলাম । অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
২| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভেষজ
কৃমিনাশক
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, এ বানান দুটিও ঠিক করে নিলাম ।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রতিউত্তরের উত্তর :
শুভকামনা নিরন্তর। ভালোবাসা অবিরাম।
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৫
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন নিরন্তর, পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ ।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: কি যন্ত্রণারে বাবা !
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৭
সাইন বোর্ড বলেছেন: শীঘ্রই অবসান হোক এসব যন্ত্রনার, অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
হাবিব বলেছেন: দেয়াশলাইয়ের মতো কথাগুলো। ছোট কিন্তু মর্মার্থ বহুদূর
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৮
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল আপনার উপলব্ধি, অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
ঢাবিয়ান বলেছেন: কি দিন আসলো বন্ধুরাস্ট্র পেয়াজ পাঠায় মালদ্বীপে !! আর পেপারে দেখলাম শত্রু রাস্ট্র থেকে নাকি পেয়াজ আসছে!!
[link||https://www.rtvonline.com/economy/78767/১৫-বছর-পর-পাকিস্তান-থেকে-পেঁয়াজ-আসছে]
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৯
সাইন বোর্ড বলেছেন: ঠেলায় পড়লে যা হয় আর কি, স্বার্থপর কখনো বন্ধু হতে পারেনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার চমৎকার!!! ++
মিক্সড টাইপো ঠিক করে দিন।