![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
দরজার ওপাশে কেউ নেই । অন্ধকার,
তবু বসে আছি চুপচাপ, কারন
ত্রিশ ঘন্টা পর দেখব এক অনন্য ভরা-পূর্ণিমার রাত !
বাড়ির পিছনে বাঁশ আর কাঁঠাল বাগান পেরিয়ে
ফসলের মাঠ; তারপর মাথাভাঙ্গা নদী
আজ জলের উপর ফুটবে জ্যোৎস্নার ফুল, অপরূপ
কিশোরী রূপা তখনো শাড়ি পরা শিখেনি
আমারও নেই কোন হলুদ পাঞ্জাবি, তবু
আমরা উড়তে যাচ্ছি মেঘ-ভাঙ্গা আকাশে,
ত্রিশ ঘন্টা অপেক্ষার পর আমাদের ভরা পূর্ণিমা
হঠাৎ মন খারাপের মেঘে ঢেকে দিল চাঁদকে
সেদিন আমরা কেউ'ই মাটির উপর শরীর পেতে
জ্যোৎস্নার ফুলে হিমু হতে পারিনি ।
হয়ত কেউ'ই কোনদিন হিমু হতে পারেনা,
হিমুরা আসে হিমালয়ে আরহণ করে শত বছরে
রূপার নীল শাড়িও যাকে বেঁধে রাখতে পারেনা ।
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩২
মি. বিকেল বলেছেন: আপনার কবিতাটি আমার বেশ ভালো লেগেছে।তাই আবৃত্তি করে ফেললাম।লিংকঃ https://youtu.be/lcKwdRoHveA
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
সাইন বোর্ড বলেছেন: আপনার আবৃত্তি শুনলাম, ভাল লেগেছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০০
আমি তিতুমীর বলছি বলেছেন:
হুমায়ুন আহমেদ, এক কালজয়ী কথাসাহিত্যক, সত্যি অসাধারণ কিছু চরিত্র এঁকে রেখে গেছেন, হিমু, রুপা,মিসির আলী!!
আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে, প্লাস।
আর হ্যাঁ, হিমু হওয়ার চেষ্টা না করাই ভাল, এখন রাস্তা-ঘাটের অবস্থা ভাল নয়, পুলিশ ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিবে!!!
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
সাইন বোর্ড বলেছেন: এটা একটা স্মৃতিচারণমূলক লেখা, তাই ইয়াবা বা গাঁজা খোরের তকমা দেওয়ার সুযোগ কম । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০১
Sujon Mahmud বলেছেন: ভালো লিখেছেন।
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: মি. বিকেলের আবৃত্তি ভালো লেগেছে।
১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদটা তাই মিঃ বিকেলেরই প্রাপ্য । ভাল থাকুন ।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২
কিরমানী লিটন বলেছেন: ছুঁয়ে গেলো - অসাধারণ লিখেছেন কবি।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
সাইন বোর্ড বলেছেন: আপনার মন্তব্যও আমাকে ছুঁয়ে গেল, অসংখ্য ধন্যবাদ ।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০
নার্গিস জামান বলেছেন: মুগ্ধতা।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধর।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
সাইন বোর্ড বলেছেন: কবিতাটি আপনাকে খুব বেশি আশা করছিল । অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ।