নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১//
অটো গিয়ারের উপর ইট চাঁপা
ট্রেন চলছে...
ড্রাইভারের নাকে তখন সরিষার তেল
আমরা ট্রেনে চেপে করছি আকাশ ভ্রমন...
২//
ক্যাসিনো সম্রাট ধরা পড়ার পর
বাংলাদেশ চ্যাপ্টার শেষ ।
এবার সিঙ্গাপুর যাও সোনা
প্রধান মন্ত্রীর নির্দেশ ।
৩//
আমাকে কিছুই দাওনি
তবু তুমি চাইলে, দিতে পারি
এক বোতল প্যরাস্যুট নারিকেল তেল
বছর শেষ হবে, তবু ফুরাবে না খেল...
৪//
যে হাত লম্বা হতে হতে
ভূতের বাড়ি পার হয়ে যায়, তাকে
জ্বীন ও ইনসানের ভয় দেখিও না
দাদা মন খারাপ করবে ।
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২
সাইন বোর্ড বলেছেন: আপনি তাহলে দাদার বিপরীত ধাত পেয়েছেন । অসংখ্য ধন্যবাদ ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭
হাবিব বলেছেন: প্যরাস্যুট নারিকেল তেল হবে?
১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
সাইন বোর্ড বলেছেন: করে দিলাম, কারন ওটা ইন্ডিয়ান মাল । ভালবাসাটা একটু বেশিই । ধন্যবাদ ।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: এভাবে বলেনা ।দাদী কিছু মনে করতে পারেন ।
"উঁঁননয়নের জোয়ারে,আরছি খান আরামে"
অন্যথায়, DADA কিছু মনে করতে পারেন
১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
সাইন বোর্ড বলেছেন: দাদা-দাদীর কারোর'ই এখন মন খারাপ নেও, অনেক ভাল আছেন । ধন্যবাদ ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯
মা.হাসান বলেছেন: শিরোনাম দেখে ভাবছিলাম স্ত্রী বন্দনা, নিদেন পক্ষে শাশুড়ি বন্দনা- আইসা দেখি কবতে।
দেশ এখন আকাশ ভ্রমন করছে, ভালোইতো লাগতে আছে। আমি খুশি।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
সাইন বোর্ড বলেছেন: আপনের খুশিতে মুইও খুশি, অসংখ্য ধন্যবাদ ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১
কিরমানী লিটন বলেছেন: দাদি কইছে - ৪১ সালের আগে বাঁচন নাই। দেশের জনগনের কপালে খারাবী আছে - বহুত।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
সাইন বোর্ড বলেছেন: নতুন করে আর খারাবীর আছে কি ? দেয়ালে পিঠ ঠেকে যাইনি, ঢুকে গেছে । অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
নার্গিস জামান বলেছেন: সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫
নুরহোসেন নুর বলেছেন: 'দাদা মন খারাপ করবে'
-আমার মন ভাল হয়ে গেল!