![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বর্ষার জল শুকিয়ে গেলে, দেখা যাবে
চুনোপুঁটিরা এবার কোথায় যায় ।
- এই কথা ভেবে নজরবন্দী সামছু
শেষ বারের মত দেখে নিল
তার পৈত্রিক ভিটা
পাঁচ বছর আগে বাবা সবেদ আলী
যখন মুক্তিযোদ্ধা থেকে রাজাকার হয়,
তখনো চুনোপুঁটিদের ভরা মৌসুম ছিল, আর
গভীর জলে সরপুঁটিদের ছিল পেট ভরা চর্বি...
এসব দেখে সামছু সেদিন লাঙ্গলের ফলাটা
সযত্নে তুলে রেখেছিল ঘরে
তিন মাস পর সামান্য বুকের ব্যথায়
বাবা গত হলে, সামছু ফলাটা নিয়ে প্রথমে
কামারের কাছে গিয়েছিল তাতে শান দিতে
গভীর রাতে কামার সেদিন হাপর জ্বেলেছিল
এখন সামছু বোঝে, কামারের বুকেও মনে হয়
একটু আগুন ছিল; কারন
তার আড়াই কেজি ওজনের হাতুড়ির ঘাই-এ
দিনের আলোর মত তা স্পষ্ট দেখা যাচ্ছিল...
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: প্রত্যেকেরই নিজস্ব একটা সত্তা থাকে, কেউ যেমন কারুর মত হতে পারেনা তেমনি লিখতেও পারেনা, তবে কারু লেখা খুব বেশি ভাল লাগলে তাকে কিছুদিনের জন্যে অনুকরন করা যায়, যেটা আমিও এক সময় করেছি । অসংখ্য ধন্যবাদ ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৯
ল বলেছেন: রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হতে পারতো না।।।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৭
সাইন বোর্ড বলেছেন: কলকাঠি যাদের হাতে তারা চাইলেই সেটা সম্ভব হত । পড়া ও মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২২
নার্গিস জামান বলেছেন: ফাটাফাটি
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫
সাইন বোর্ড বলেছেন: আপনার মন্তব্যের মত ? অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ি আর আফসোস হয়।
আমি যদি আপনার মতোণ করে কবিতা লিখতে পাড়তাম!!!