![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১//
তোমার জন্য বপন করেছি ভালোবাসার পিঁয়াজ;
প্লিজ, এবার একটু পরিপক্ক হতে দাও
দো-পিঁয়াজি গরুর মাংসে আমরাও হব একদিন ভুনা ভুনা...
২//
নতুন বিয়ে
মিষ্টির পরিবর্তে জামাই বাবুর হাতে দুই কেজি পিঁয়াজ
শ্বাশুড়িঃ ওগো শুনছো, দেখে যাও আমাদের জামাই বাবু
কী সংসারী ছেলে গো, তুমি যে বাজার থেকে আড়াই'শ গ্রাম
পিঁয়াজ কিনে এনেছ, সেটার খবরও সে রাখে
নিশ্চয় মেয়ে আমার সারাজীবন থাকবে পিঁয়াজ-সুখে...
৩//
পিঁয়াজ নিয়ে রাজনীতি বন্ধে
শীঘ্রই একজন পিঁয়াজমন্ত্রী নিয়োগ দেওয়া দরকার
যিনি ইন্ডিয়া থেকে হাইব্রিড পিঁয়াজ চাষের উপর প্রশিক্ষণ নিয়ে
বাংলাদেশের কৃষকদের উদ্বুদ্ধ করবে
যাতে দেশরত্ন, সমুদ্র বিজয় এবং ধান কন্যার পর জাতি
এবার একজন সফল পিঁয়াজ কন্যা পায়...
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১০
সাইন বোর্ড বলেছেন: আপনার ভাবী একজন বুদ্ধিমতি, হয়ত সুন্দরীও । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
২| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এক কোথায় অনবদ্য !
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪
সাইন বোর্ড বলেছেন: আপনার ভাল লাগা আমার প্রাপ্তি, অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬
জুন বলেছেন: দেবরের বৌ কি কখনো আমার ভাবী হয় নাকি সাইনবোর্ড
আপনি ঘরের মালকিনকে এক্টু পুছ করেন্তো
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০
সাইন বোর্ড বলেছেন: আমার এই এক সমস্য, সম্পর্কের হিসেবটা খুব দ্রুত করতে পারিনা । আপনিই একটু বলে দিন না ।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: আমি ঠিক করেছি, পেঁয়াজের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ কিনব না। নো নেভার।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
সাইন বোর্ড বলেছেন: পিঁয়াজ ছাড়া ঝোল তরকারি ঘণ হয় না, খেতে পাংসা পাংসা.........সিদ্ধান্ত মন্দ নয়, ধন্যবাদ ।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পিঁয়াজকে দিয়েছি নির্বাসন
ফিরে আসার সব পথ বন্ধ।
পিঁয়াজের ঝাঁঝে আজ
দুচোখ হয়েছে অন্ধ।
১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯
সাইন বোর্ড বলেছেন: নির্বাসনে দিতে পারলে তো খুব ভাল কথা, পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
হাবিব বলেছেন: আহ......... কি যে ভাব কবিতায় ! আমি মুগ্ধ
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৫
সাইন বোর্ড বলেছেন: আপনি মুগ্ধ হলে আমার কবিতাও স্বার্থক । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০১
নার্গিস জামান বলেছেন: খুব ভালো
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪
করুণাধারা বলেছেন: তিনটিই ভালো হয়েছে, কিন্তু তিন নাম্বারটা সবচেয়ে ভালো লেগেছে। পেঁয়াজ মন্ত্রীর আইডিয়াটা দারুণ। হয়তো দেখা যাবে, সত্যি সত্যি একজন পেঁয়াজ মন্ত্রী নিযুক্ত হয়েছেন।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০২
সাইন বোর্ড বলেছেন: পিঁয়াজ মন্ত্রী নিয়োগ এখন সময়ের দাবী, সরকার মহোদয়ের এ সুযোগটা হাতছাড়া করা মোটেই ঠিক হবেনা । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৬
জুন বলেছেন: দুদিন আগে দেবরের বাসায় এমনি ঘুরতে গিয়েছি মিষ্টি নিয়ে। তাই দেখে জা বল্লো ভাবী এর থেকে দুকেজি পেয়াজ নিয়ে আসতেন![:`>](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_39.gif)