![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
আমাদের অতীতগুলো ছিল সব সাদাকালো,
ভোর হওয়ার আগে ঘুম ভাঙ্গত পাখির ডাকে
নির্মল সকালের পর দূরন্ত দুপুর, তারপর
সবুজ বিকেল পেরিয়ে নির্ভয় রাত;
মায়ের আদর, বাবার দৃষ্টি, স্কুলের করিডোর
- সব ছিল সাদাকালো
তবু হঠাৎ দু-একটা প্রজাপতি চোখের সামনে দিয়ে উড়ে গেলে
মাঝে মাঝে তাদেরকে রঙিন মনে হত । তখন
রেবেকা বলতে বুঝতাম একটা মেয়ের সুন্দর মুখ
এবং নদী বলতে মাথাভাঙ্গার স্বচ্ছ জলকে,
যেখানে ইচ্ছে করলেই সাতার কাটা যেত
এপার-ওপার
এভাবেই একদিন বন্যার জলে পাড়-ভাঙ্গা আমি
ভাসতে ভাসতে কখন যে কুল-কিনারাহীন !
আজ যুগের হাটে বিক্রি হয়ে ক্লান্ত আমি,
রাত হলে এখনো ইচ্ছে হয় হারিকেন জ্বেলে পড়তে বসি
রঙিন সব বাতিগুলোকে নিভিয়ে দিয়ে
এখনো মা কি আমার বসে আছে খাবার নিয়ে ?
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০
কিরমানী লিটন বলেছেন: আমাদের সাদাকালো দিনগুলি কতইনা রঙিন ছিল। খুব সুন্দর লিখেছেন কবি- মন জুড়িয়ে গেলো.....
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারন। কবিতাটি কিন্তু আপনার ধারার বাইরে। ++
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১
সাইন বোর্ড বলেছেন: আমার কাছেও তাই মনে হয়েছে, তবে কবিতাটি লেখার পর আমার নিজের কাছে কেন জানি ততটা ভাল লাগেনি । অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খারাপ লাগার কোন কারণ নেই। যেহেতু আমি এমন লেখেন না তাই হয়তো আপনার মনে হতে পারে।
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
সাইন বোর্ড বলেছেন: তা ঠিক না, এরকম ভাবনার উপর আগেও বেশ কয়েকটি কবিতা লিখেছি, কিন্তু এ কবিতার প্রকাশটা ঠিক আমার পছন্দ মত হচ্ছিল না । এই আর কি ।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪
নার্গিস জামান বলেছেন: চমৎকার
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৬| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সাদাকালো দিন মানে স্মৃতির হাহাকার।
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন । অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করে ভালো লাগলো।