নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
প্রথম বিয়ের মত অপেক্ষা আর কিছু হতে পারেনা;
দিন গুণে গুণে একদিন বড় হয় দাড়ি ও গোফ
হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট, কখনো পাজামা ও পাঞ্জাবি,
প্রথম প্রথম লুঙ্গির গিট্টু খুলে পড়ে যায় নিচে
তারপর লজ্জায় মুখ লাল করে দিই এক দৌড়...
গোপনে কেউ কি দেখে ফেলল এই উঠতি বয়সকে ?
আজকাল অগ্রহাণকেও সেরকমই মনে আমার,
এগার মাস মানে দীর্ঘ এগার বছর
তোমার মুখের দিকে চেয়ে থাকে আমার লেপ ও কম্বল
কখনো দু-পা জড়িয়ে গিট্টু বাঁধি বালিশে
তারপরও যখন শীত আসেনা, তখন ইচ্ছে হয়
জানালা খুলে সারারাত চেয়ে থাকি আকাশে
ভাবি, এবার শীত আসুক প্রথম বিয়ের মত হাড় কাঁপিয়ে...
২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৯
সাইন বোর্ড বলেছেন: আপনার গড় পড়তা মন্তব্যের মত, সহজ সরল সুন্দর ! ধন্যবাদ, শুভ রাত্রি !
২| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকে পড়লে কবি 'সাবলীল মনির'কে মনে পড়ে। উনি ব্লগ, ফেইসবুক, কবিতার আসর সব প্লাটফরম থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন।
কবিতার প্রকৃতি, প্রেম, জীবন, কল্পনা, বাস্তবতা সবকিছুই বেশ সহজসরলভাবে উপস্থাপন করতে পারেন আপনারা।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
সাইন বোর্ড বলেছেন: আচ্ছা, আমিই যদি সেই সাবলীল মনির হই তবে কেমন হয় ? আমার তো মনে হয় সাবলীল মনির শুধু তার স্ব-নামে ব্লগে নেই, কবিতার আসর এবং ফেসবুক-এ সে ঠিকই আছে । তবে বাংলা কবিতায় বাংলাদেশকে ঠিকমত পাওয়া যায় না বলে ওখানে দু-একটা পোষ্ট ছাড়া আর দেয় না, আর ফেসবুকে খুব নিয়মিত না হলেও এবারে অনিয়মিতও না । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা নিরন্তর ।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার গড় পড়তা মন্তব্যের মত, সহজ সরল সুন্দর ! ধন্যবাদ, শুভ রাত্রি !
আনন্দময় ঘুম হোক।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
সাইন বোর্ড বলেছেন: মাঝে মাঝে ঘুম কম হলে রাতে কপালে মুভ দিতে হয়, কালও দিয়েছিলাম, তাই ভাল ঘুম হয়েছে । আবারও ধন্যবাদ ।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৫
অধীতি বলেছেন: হাওয়াই মিঠার মত লাগলো।পড়তে না পড়তেই শেষ আবার স্বাদও লেগে আছে।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
সাইন বোর্ড বলেছেন: কোন কোন পাঠকের মন্তব্যে কবিতা স্বার্থক হয়ে উঠে, আপনারটা সেরকম । অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনি হলে তো মন্দ হয় না, তাছাড়া আপনার লেখা পড়লে উনাকে মনে পড়ে। আপনাদের লেখার বিষয়বস্তু, বিন্যাস অনেকটা একি ধাচের।
শুভকামনা নিরন্তর
২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
সাইন বোর্ড বলেছেন: সম্ভবত এর আগেও আমি আপনাকে অনেকটা পরিষ্কার করেই বলতে চেয়েছিলাম যে, আমিই সাবলীল মনির । কিন্তু তখনও আপনি ধরতে পারেন নি । সত্যিই ভাবতে আমার খুব ভাল লাগছে যে, শুধু লেখার ধরন বা স্টাইল দেখে সাবলীল মনিরকে অন্য সবার থেকে আলাদা করতে পেরেছেন এবং সেটা দীর্ঘদিন মনে রেখেছেন । আবারও ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ক্লিয়ার করার জন্য। ভালো লাগছে।
আপনার এই স্ট্যাইল আপনাকে আলাদাভাবে পরিচিত করবে, পাঠকমহলে।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: এটা কি কবিতা।
মন্দ নয়।