নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
প্রথম বিয়ে//
বয়স কম, তাই
আনাড়ি মাঝি
দু'পাড়ে দুটি খুঁটি পুঁতে তাতে রশি বেঁধে
শুধু নৌকা টানে
এপার-ওপর...
কখনো লগি মেরে দ্যাখেনা
জলের গভীরতা
এভাবে দিন যায়, মাস যায়, বর্ষা আসে;
একদিন স্রোতের তোড়ে খুঁটি উপড়ে রশিও ছিঁড়ে যায়
তারপর চেয়ে দ্যাখে, তার নৌকাটাও আর সেখানে নাই
তখন নদীটাকে মাঝির খুব অচেনা মনে হয়,
অবশেষে বুঝতে পারে, এ নদীটাই আসলে তার নয় ।
দ্বিতীয় বিয়ে//
পরকীয়ার চেয়ে দ্বিতীয় বিয়ে করা ভাল,
দেশি ও বিদেশি সুঁই-এ
তুমি যখন প্রায়ই ফুল তোলা কাঁথা
এবং তার উপর বুকের সুগন্ধি রুমাল দিয়ে
তালি লাগাও অনায়াশে...
অথচ তোমাকে একদিন ভালবাসতো
পদ্মার ওপারের ঝিঁঝি পোকা থেকে শুরু করে
এপারের সব ঘাসফড়িংও ।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬
সাইন বোর্ড বলেছেন: অন্ততঃ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন। প্রতম বিয়ে- দ্বিতীয় বিয়ে খুব ভালোলাগা।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০২
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: বিয়ে হবে একটাই।
পারলে বিয়ে না করেই জীবন পার করা অতি উত্তম।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১
সাইন বোর্ড বলেছেন: ক্ষেমতা থাকলে শরিয়ত মতে একাধিক বিয়েও করতে পারে, আপনার বিয়ে না করার ভাবনা মানব জাতিকে নির্বংশ করার চক্রান্ত ছাড়া আর কিছু না । তবে কেউ কেউ বিয়ে করার পরে বুঝতে পারে বিয়ে না করাই উত্তম । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
১ম বিয়ে ২য় মৃত্যুর আগে
২য় বিয়ে পরকীয়ার আগে।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
সাইন বোর্ড বলেছেন: দারুণ বলেছেন, ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৭
হাবিব বলেছেন: দারুণ লিখেছেন। আসলেই, পরকীয়ার চেয়ে ২য় বিয়ে ভালো, ঢের ভালো.......