নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮


১//
এত স্বপ্ন দেখে দেখেও কখনো স্বপ্নের কাছে পৌছানো যায় না
তবে স্বপ্ন যদি বাস্তবের কাছে এসে ধরা দেয়
তাহলে মুখ পোড়া হনুমানও একদিন সুন্দর চেহারা পায়

আমি স্বপ্ন দেখি কেবল আকাশ আর দিগন্ত
যা কখনো কারো কাছে এসে ধরা দেয় না
দেবেনা

তাই ঠিক করেছি একদিন আমাকেই স্বপ্নের কাছে যেতে হবে
সব সত্য আর মিথ্যাকে উপেক্ষা করে
তোমার চোখে চোখ রেখে
কোন এক ভোরে অথবা বিষন্ন কোন বিকেলে

২//
যে বাবা স্বপ্ন দেখে দেখে বড় করে সন্তানকে
তার ঘরে কখনো মধ্যবিত্ত শেষ হয় না
মৃত্যুর আগে

বড় জোর কোথাও একটা বৃদ্ধ নিবাস তৈরী হয়
তার জন্যে

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

আরাফআহনাফ বলেছেন: সুন্দর বলেছেন -
সত্যি হচ্ছে - স্বপ্ন না থাকলে জীবন চলে না।

ছবিটাও বেশ সুন্দর - মনকাড়া।

ভালো থাকুন।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি স্বপ্ন দেখি কেবল আকাশ আর দিগন্ত
যা কখনো কারো কাছে এসে ধরা দেয় না

.............................................................
সত্যি কার স্বপ্ন ইচ্ছা করলেই দেখা যায় না,
স্বপ্ন সাধারনত অবদমিত আকাঙ্খার সৃষ্ট কল্পনাচিত্র,
কখনও বা বলা হয়ে থাকে, দৈব কার্যক্রমের
খন্ডিত ভাবনা ।
.......................................................................................

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

সাইন বোর্ড বলেছেন: কিছু স্বপ্ন সাধ থেকে আসে, যা কখনো কখনো বাস্তবকে ছুঁয়ে দেয় । আর যে স্বপ্ন অধরা তা হলো আকাশ এবং দিগন্ত; মৃত্যুই কেবল পারে তাকে ছুঁয়ে দিতে। পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার কবি।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম, অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর :)

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

জাফর আহম্‌মদ বলেছেন: পড়তে পড়তে শেষে এসে কনফিউজড হয়ে গেছি,
শেষের ২টা লাইনের মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি।
জানিনা হয়তো এটা একাদিক চিন্তাধারা থেকে লিখা হয়েছে,
তবে ভালোই লাগছে।

প্রয়াত মেয়রঃ মহুরম আনিসুল হক সাহেব বলেছিলেন!
মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড়।


২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

সাইন বোর্ড বলেছেন: ১ নং না ২ নং টার ? উনি ঠিকই বলেছেন, কর্মই মানুষকে বড় করে কিন্তু সেটারও একটা স্বপ্ন থাকে এবং সেটা আস্তে আস্তে বাস্তবতার দিকে এগিয়ে যায় । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

সোনালী ডানার চিল বলেছেন:
দুরকম স্বপ্নে বোনা দু’টো দীর্ঘ:শ্বাস!!

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

সাইন বোর্ড বলেছেন: ঠিক তাই, দুটো ঠিক দু'রকম । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর হয়েছে। আপনার লেখা বরাবরই ভালো হয় খুব ভালো লাগে আমার।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল যে, দীর্ঘদিন আপনি আমার লেখা পড়ছেন । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩১

অবলাল রশ্নি বলেছেন: ভালোলাগা জানবেন ভাই

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: বরাবরের মতো ভালোলাগা।
শুভেচ্ছা কবি।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.