নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মাঠ

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪


১/
বই-এর পৃষ্ঠার চেয়ে যে ছেলের দিগন্তকে পড়তে বেশি ভাল লাগে
স্কুলের গণ্ডি পেরুনোর আগেই তার
চোখের মধ্যে তৈরী হয় আরো একটি চোখ

চোখ বন্ধ করেই সে তখন দেখতে পায় আকাশ, নদী,ফুল, পাহাড়...

অথচ তিনটা স্কুল পরিবর্তন করার পরও আমার ছেলে
একটাও মাঠ পায় না
প্রতিদিন বাড়ি ফিরে কানা গলির চিপা দিয়ে

ও এখন যন্ত্রমানব তৈরী হওয়ার প্রক্রিয়ায় আছে
ইটে, পাথরে, টিভি, কম্পুটার, মোবাইলে...

২//
যে খালের পাড়ে দাঁড়িয়ে একদিন দিগন্তকে ছুঁয়ে দিতো আকাশ
তা এখন জলপরী স্বপ্নের ঠিকানা
সুলভ মূল্যে অথবা কিস্তিতে বিক্রি হয় স্বপ্ন

মাঠ, দিগন্ত এবং আকাশ দিয়ে আমরা এখন স্বপ্ন কিনি...

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর লিখেছেন ভাইয়া।
ভালো লেগেছে।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর তবে বানান কয়েকটা ঠিক করতে হবে

গণ্ডি [gaṇḍi] বি. বেষ্টনরেখা, সীমা (নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ, সমাজের গণ্ডি); মন্ত্রবলে যে স্হান নিরাপদ করা হয়েছে। [সং. √গণ্ড্ + ই, ঈ]।

দেখতে পায় হবে..... পাই হবে না , পাই হবে নিজের ক্ষেত্রে

দুই জায়গায় আছে

চিপার উপরে চন্দ্রবিন্দু হবে না

প্রক্রিয়া হবে



২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, বানানগুলো ঠিক করে নিলাম ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর কবি

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর :)

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: মাঠ দিগন্ত আর আকাশ মানুষকে আনন্দ দেয়।

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১

সাইন বোর্ড বলেছেন: শুধু কি আনন্দ ? ভাবনার বিশালতা দেয়, প‌্রশান্তিও । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.