নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস ও ভালোবাসার দিনকাল

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৮


তুমি বলছো এত সহজে কারো উপর বিশ্বাস হারাতে নেই, কারণ
বিশ্বাস করেই নাকি একদিন ভালােবেসেছিল গাড়িয়াল ভাই, মজু ব্যাপারী,
প্রেমিক শহীদ, ব্যবসায়ী তপন চৌধুরী, শিল্পী সুলেখা...

বলছো, এদের সবার হয়ত সংসার করা হয়নি, কারণ
মোটা তাজা কোন গরু দেখলেই মজুব্যাপারীর চোখ পড়ত তার উপর,
ফেসবুকের ডাগর সব চোখকে উপেক্ষা করতে পারত না প্রেমিক শহীদ,
ব্যবসায়ী তপন চৌধুরীর একটাও রক্ষিতা ছিলনা তিনজন পিএস ছাড়া,
আর শিল্পী সুলেখা, ব্যক্তিগত জীবনের বাইরেও তার একটা কেরিয়ার আছে,
সেটা তো একদিনে তৈরী হয়নি
কত মেধা, শ্রম আর বুদ্ধি খাটিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে তাকে,
শিল্পীকে বিচার করতে হয় তার সৃষ্টি দিয়ে, কাজকে


বাকী থাকে কেবল গাড়ীয়াল ভাই । সে একটা ইতিহাস
তার জন্য হয়ত এখন আর কেউ বসে থাকেনা, কিন্তু
একদিন ছিল, চন্দ্র-সূর্যকে স্বাক্ষী রেখে বিশ্বাস আর ভালবাসার অপেক্ষা

জানো তো, আমার ইতিহাসে যেতে একদম ইচ্ছে করেনা,
খালি পায়ে হাঁটতে গিয়ে আমি তিনবার হোঁচট খেয়েছি
আমার বুড়ো আঙুল এখনো ব্যথায় নড়াতে পারিনা

তবু তোমাকে বিশ্বাস করি, শান্ত দীঘির জলের মতো
কাঠ ফাটা রোদে ঘরে ফেরা এক চিলতে ছায়ার মতো ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

রুমী ইয়াসমীন বলেছেন: বিশ্বাস শব্দটা দিনদিন বিলুপ্ত হয়ে যাবে হয়তো যেদিন ভালোবাসা নামক কিছুই থাকবেনা জগতে.....
ভালো লিখেছেন কবিতাটা।
শুভেচ্ছা নিবেন....

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৮

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি কি শুধু কবিতাই লিখেন? গল্প উপন্যাস প্রবন্ধ লিখেন না??

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

সাইন বোর্ড বলেছেন: মাঝে মাঝে প্রবন্ধ লেখার চেষ্টা করি, বাকী গুলো ধৈর্য্যে কুলোয় না; তবে ভবিষ্যতে গল্প লেখার ইচ্ছে আছে একটু ভিন্ন ধারায় সংক্ষেপে । ধন্যবাদ ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর!!!

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৮

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

হাবিব বলেছেন: বিশ্বাস অটুট থাক.........

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর:)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

কিরমানী লিটন বলেছেন: চমৎকার বললেন কবি- খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.