নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
জানতাম, শীতের আগেই আমি ঝরাপাতা বৃক্ষ হব, কারণ
যে ইতর আর কখনো মানুষ হতে পারেনি
তার কাছে সততা মানে ঘর পোড়া আগুন
অথচ তার মৌচাকে আমি মোটেই ঢিল ছুড়ে মারিনি,
তবু সে মনিবের কাছে গিয়ে নিজেকে ন্যাংটা করে দিল
আর বলল, আমি তোমার মাঝে আরো একবার বিলীন হতে চাই
আমার এক চিলতে আকাশ তারপর বড় হতে হতে
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু হয়ে
এখন হৃদয়ে বসবাস
এত বড় আকাশ নিয়ে মাঝে মাঝে আমি সত্যিই হিমশিম খাচ্ছি...
২//
ছুরি, তরবারি, বটি, রাম দা ছাড়াও
যে অনায়াশে কাটাকাটির কাজ চালিয়ে যেতে পারে
সে মানুষ কাটার পর জাতিকেও কাটতে পারে
কুপিয়ে কুপিয়ে...
২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার !
৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
হাবিব বলেছেন: কাটার জন্য ধারালো যন্ত্র প্রয়োজন হয় না..........
দারুণ লিখেছেন ভাই....
৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!
৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০
বিজন রয় বলেছেন: আপনার কি খবর? এমাসে এখনো কোন কবিতা পোস্ট করেননি!!
আশাকরি ভাল আছেন।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
সাইন বোর্ড বলেছেন: একটা দুঃসময়কে কাটিয়ে উঠার চেষ্টা করছি, জানিনা সফল হতে পারব কিনা তবে চেষ্টা অব্যাহত রয়েছে । আশা করি আপনিসহ ব্লগের অন্য বন্ধুরাও ভাল আছেন । আপনি আমাকে মনে রেখেছেন জেনে আপ্লুত হলাম । আগের মত না হলেও এখন থেকে আবার ব্লগে কিছু সময় দেয়ার চেষ্টা করব । ভাল থাকুন, কথা হবে আরো ।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।