নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

জীবন এক দীর্ঘ ভ্রমণ

২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫


জীবন এক দীর্ঘ ভ্রমণ
প্রথমে সাঁতার কেটে কেটে পার হয়ে যাও ওপারে,
নদীতে প্রচন্ড স্রোত, কিছুদূর গিয়ে শরীরকে ছেড়ে দেবে ?
জল নিয়ে গিয়ে ফেলবে গভীর পাকে,
সেখানে নুড়ি ও পাথরের সাথে ঘর্ষণ, রক্ত, ক্ষয়
এ নদী থেকে সে নদী, সাগর থেকে মহাসাগর...

তার চেয়ে ভাল, যতক্ষণ পারা যায় সাঁতার কাটো
দাঁতে দাঁত চেপে, নিজস্ব কৌশলে জল কেটে কেটে এগিয়ে যাও

কারণ দ্বিতীয় এবং তৃতীয়বারও তোমাকে পার হতে হবে
আরো বন, পাহাড়, উপত্যকা, দূর্গম পথ
সেসব পথে থাকবে আরো হেঁটে চলা, বিবরন
কান্না, ভাসা, ওড়াউড়ির অসমাপ্ত সংকলন
কিছু সফল রেখাচিত্র, বিষন্ন বিকেল, হারিয়ে যাওয়া নক্ষত্র...

এর নাম'ই হয়ত জীবন, এক দীর্ঘ ভ্রমণ ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ- কখন দীর্ঘ কখণ ক্ষীণ
এত জীবন-------

২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো আপনার দীর্ঘতম যাত্রার কাব্যে রূপান্তর।
বেশ কিছু টাইপো চোখে পড়লো।
ভ্রমণ, মহাসাগর(স্পেস হবে কিনা আরেকবার দেখবেন), উপত্যকা, দীর্ঘ বিবরণের স্থানে(বিবরন) বিচরণ হলে কেমন হয়?

শুভকামনা জানবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, কিছু বানান নিয়ে আমিও দ্বিধায় ছিলাম, কিন্তু অলসতার কারণে অভিধানের সাহায্য নেওয়া হয়নি । ভাল থাকুন নিরন্তর ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ভাষা সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২২

জুল ভার্ন বলেছেন: চমৎকার!
অসাধারণ!!

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি কোথায়? অনেকদিন খোঁজ পাইনা।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৪

সাইন বোর্ড বলেছেন: আপনাদের খুব কাছাকাছিই আছি, বলতে পারেন এতদিন অনেকটা স্বেচ্ছা নির্বাসন । একটা খারাপ সময়কে কাটিয়ে উঠার চেষ্টা করছি । ভাল থাকুন, অসংখ্য ধন্যবাদ ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
+++++

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.