![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তোমার মুখে একটুও মৃত্যু চিহ্ন নেই
সব সময় প্রাণবন্ত তুমি, একেবারে সতেজ । অথচ
কারা যেন বলতেই আছে -
লাশকাটা ঘরে প্রতিদিন বাড়ছে আত্মার খোলস...
অবশ্য তুমি এদের কাউকে চিনোনা, কারণ
চিনতে গেলে তুমিও হয়ে যেতে পারো একজন দয়াবতী মানুষ,
তখন তোমার মুখেও দেখা যেতে পারে মৃত্যুর চিহ্ন
তার চেয়ে ভাল
রাত পোহালেই যেসব নিরস্ত্র হাত হঠাৎ হঠাৎ
বন্দুক যুদ্ধের কাহিনী হয়ে যায় কিংবা
প্রতিদিন ঘরে ফেরা কিছু মানুষ
দিন শেষে যখন আর ফিরে আসেনা
তাদেরকে গুমের খাতা থেকে নাম কেটে দিয়ে
একবার পাঠিয়ে দাও নক্ষত্রের কাছে ।
ওরা আর কোনদিন লাল-সবুজের ভাগ নিতে আসবে না
তারপর সোনার নাও-এ চেপে তুমি চিরজীবী হও, সুধাময়ি...
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৩
(লাইলাবানু) বলেছেন: মন ছুয়ে গেল ।
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
শুধু ছবিটা একদিন দেন তো, দেখি পাঠকেরা কিভাবে নেন!
২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
সাইন বোর্ড বলেছেন: কার ছবি ?
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর।
ভাষা সহজ সরল।
আজ আমিও একটা কবিতা লিখেছি। পড়ার আমন্ত্রন।
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০
সাইন বোর্ড বলেছেন: আপনার কবিতা পড়েছি এবং মন্তব্যও রেখেছি । অসংখ্য ধন্যবাদ ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল অনুভূতি প্রকাশ।
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+