নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সবার হাতে মেশিন দেওয়া যায় না । কল-কব্জার জিনিস
দিলেই কেউ কেউ বিগড়ে ফ্যালে, ভুলভাল অপারেট করে
নিশানা ভুল করে, পিঁপড়ের সাথে যুদ্ধ করে এসে
বুক ফুলিয়ে দেখায় সোহরাব-রুস্তমকে
তারা সোহরাওয়ার্দী উদ্যানকে মনে করে রেসকোর্স ময়দান
তাদের পিঠ চিতই পিঠার মতো নরম আর মশ্রিণ
ছুরি, বটি, কাঁচি কিংবা ক্ষুরের আঘাতের কোন চিহ্ন নেই
তাদের চোখের ভেতর আস্ত কাউয়া তো দূরের কথা
একটা কাউয়ার বাচ্চাও বাস করেনা
তারা অন্ধকারে বাক্স ভরার কৌশল দিতে পারেনা
ক্রস ফায়ারের শব্দ দিয়ে টায়ার ফাটাতে পারেনা
ধর্ষণকে বলতে পারেনা শেষ রাতের ভালোবাসা
তারা বিচারকের থালায় একটাও কাঁঠাল ভাঙ্গতে পারেনা
তাদের হাতে মেশিন দেওয়া মানে
পুল-সিরাতের আগে আরেকবার শরনার্থী হওয়া
তখন তলপি-তলপার ভেতর সব সম্পদ নিয়ে পালাতে পারবে তো ?
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫
সাইন বোর্ড বলেছেন: তাহলে সে সম্পদের জন্য কেন এত হিংসা, রক্ত, ক্ষয় ? পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: মেশিনম্যান।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১
সাইন বোর্ড বলেছেন: ভাল অপারেটরও ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: অর্থবহ ।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেশিন সবার জন্য না।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১০
সাইন বোর্ড বলেছেন: অনন্ততঃ এ মেশিন সবার জন্য না । অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তখন তলপি-তলপার ভেতর সব সম্পদ নিয়ে পালাতে পারবে তো ?
উত্তর : না