নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আরো তিন দিন যদি সূর্যের মুখ দেখা না যায়

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬


আরো তিন দিন যদি সূর্যের মুখ দেখা না যায়
তাহলে দেখে নিও, এই শীতেই ঢাকার সব পথশিশুর উষ্ণতা দিয়ে
বানাব আরেকটি গণ ভবন
সেখানে উত্তর বঙ্গের মঙ্গার জন্য থাকবে সাদা ধবধপে বিছানা
দামী তুর্কী কম্বলের ভেতর থেকে মুখ বের করে হাসবে দরিদ্র
দুপুর হলে গরম পানির ঝর্ণায় গোসল সেরে নেবে বস্তির কষ্ট
তারপর বিকেলে শীতের পোশাক পরে ছাদে উঠবে সব
খেটে খাওয়া মুখ । তখন
পাশ দিয়ে বয়ে যাবে পদ্মা মেঘনা যমুনার জল
সে জলের উপর শুধু হালকা কুয়াশা থাকবে, সেখানে
থাকবে না কোন রক্তের দাগ কিংবা কোন পচা লাশের দূর্গন্ধ
রাত গভীর হলেও যেখান থেকে ভেসে আসবেনা কোন ধর্ষীতার আর্ত চিৎকার

আরো ঠিক তিন দিন যদি সূর্যের মুখ দেখা না যায়
তাহলে সত্যিই এবার সারা বাংলার হাড় কাঁপা কষ্টের সব উষ্ণতা দিয়ে
বানাব আরেকটি গণ ভবন এবং এই শীতেই ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার- ইচ্ছা শক্তি ----------

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: আপনাদের কবিতা পড়ি আর আমার আফসোস হয়। আমি কেন কবিতা লিখতে পারি না!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০০

সাইন বোর্ড বলেছেন: আমি তো আমার মত করে লিখি, সেগুলো অনেকের কাছেই কবিতা হয় না । আপনিও আপনার মত করে লিখুন আর বেশি বেশি আধুনিক কবিতা পড়ুন । অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার সন্ধেহ অমূলক !!
আজ সুর্যের মুখ দেখা গেছে।
কবিতা চমৎকার !!

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২

সাইন বোর্ড বলেছেন: দেখুন কতক্ষণ থাকে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ সূর্য উঠেছে

সুন্দর

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৩

সাইন বোর্ড বলেছেন: তাহলে তো আমার আর নতুন গণ ভবন বানানোর দরকার হলো না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: যে মহা পরিকল্পনা তুলে ধরেছেন তা প্রশংসার দাবিদার। কথাগুলো সত্যিই ভালো লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৪

সাইন বোর্ড বলেছেন: আপনার ভাল লাগা মানে আমার লেখার স্বার্থকতা । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের সুন্দর উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৫

সাইন বোর্ড বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

শিখা রহমান বলেছেন: কবিতায় দ্রোহ আর ক্ষোভ মন ছুঁয়ে গেলো।

শুভকামনা কবি।
ভালো থাকুন ক্ষোভে-ভালোবাসায় ও কবিতায়।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৬

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.