নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সবাইকে হাততালি দিতে বলেছি
কাউকে চিৎকার করতে বলিনি
আমি ভাতের ভেতর লবণ সিদ্ধ দিয়ে
ভর্তা বানাব
যাদের পছন্দ তারা খাবে
এবং খেয়ে খেয়ে একদিন লবণবতী হবে
সমস্ত শরীরে যখন লবণ আর লবণ, তখন
হয়ত পোয়াতি গরুর মতো পেটটা ঝুলে যাবে,
যাক
তারপর পাওরুটির মতো গাল দুটোও ফুলে যাবে,
যাক
তবু তারা লবণভর্তা খাওয়া চালিয়ে যাবে
বছরের পর বছর, যুগের পর যুগ...
আর কেউ যদি বলে, বেশি লবণ মানে তো বিষ
আমি খাব না ।
বাড়াবাড়ি নেই; তবে শর্ত একটাই
কোন প্রতিবাদ করা যাবেনা,
কিন্তু হাততালিটা আমার চাই'ই চাই
সবার মাঝে লবণ ভর্তার সুফল ছড়িয়ে দিতে হলেও
২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
সাইন বোর্ড বলেছেন: সহমত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: লবনগোলায় লবন ভাতে
থাকতে হবে এক সাথে
ভিন্নকথা? সে আবার কি?
বললেই তুমি রাষ্ট্রদ্রোহী!
প্রতিবাদ চলুক কাব্যে, গানে সবখানে
২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
সাইন বোর্ড বলেছেন: এটুকু ছাড়া আর কিছুই করার নেই, ভাবনার সাথে সহমত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২
সাইন বোর্ড বলেছেন: এ ছাড়া প্রতীক, উপমা, রূপক ? অসংখ্য ধন্যবাদ ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: লেখায় প্রতিবাদ আছে, চলতে থাকুক অবিরত