নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
তারপর সাগর আস্তে আস্তে নদী হতে শুরু করল
এতদিন যে জলকে গভীর আর ভয়ংকর মনে হত
পা রাখার আগেই মনে হত এখনি তলিয়ে যাব, আর
জলের নিচে শূন্য আকাশে আছড়ে পড়ব
তা এখন অনেকটাই খরস্রোতা নদী
দৌড়ে না হলেও হেঁটে হঁটে পার হওয়ার সাহস দেখাতে পারি
কারোর সাহায্য ছাড়া, এমন কি তোমারও
২//
পথকে আমি কখনই দীর্ঘ করিনি, তবু
পথই আমাকে হাঁটিয়েছে মাইলের পর মাইল
৩///
গোলাম গাছের উদাহরণ বেশ পুরানো, কিন্তু
কমলা গাছেও যে কাঁটা থাকে, তা জানলাম
মাত্র কিছুদিন আগে
তুমি আমার কাঁটা ছাড়া কমলা হবে ?
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০
সাইন বোর্ড বলেছেন: তাই বুঝি ? অসংখ্য ধন্যবাদ ।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: সহক সরল সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২০
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
আগন্তুক মুসাফির বলেছেন: মেয়ে হলে প্রেমে পড়ে যেতাম ভাই। মেয়েরা ছন্দ পেলেই খুশি।