নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আমার চাওয়ার কোন শেষ নেই

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬


কতটুকু অর্জন করলে তৃপ্তির ঢেঁকুর তুলে
থামা যায় কমা, ছেদ, দাড়িতে ?
সম্ভবতঃ আমার চাওয়ার কোন সারাংশ হয় না

নদীর পরে মাঠ, মাঠের পরে গ্রাম, গ্রামের পর শহর
মানুষ, গাড়ী, হর্ণ, ফুটপাত, হেঁটে চলা...
তারপর ?
অথচ একদিন আমার চাওয়া ছিল শুধু বেঁচে থাকা
সেদিন শিকারী দু'হাত লক্ষভ্রষ্ট হলে বাড়ত ক্ষুধা

কে তুমি গাছের বাকল দেখিয়ে বললে, এটা পরে নাও
তুমি মানুষ, তোমার লজ্জা নিবারণ করা দরকার

আজ আমি পৃথিবীর সেরা ব্র্যান্ডের পোশাক পরে
তাতে দামী পারফিউম মেরে খুন করি মানবতা,
আমার সম্পদের পাহাড়ে বাস করে এক হাজারটা কালো বিড়াল
ইচ্ছে করলে জলের দরে কিনতে পারি ভালোবাসা...

অতএব, আমাকে কেউ জোতিচিহ্ণ দেখাতে এসোনা,
আমাকে স্টপ করতে চাইলে থেমে যাবে তোমার
হাঁটি হাঁটি পা পা পা, তখন

সপ্তম আকাশ থেকেও নেমে আসবে না তোমার বিধাতা ।


নোটঃ ২০১৯-এ লেখা আমার শেষ কবিতা, যদিও লেখাটি বেশ কয়েক মাস আগের ।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


কবিতার বড় দিক হলো, কবির একটা বড় ধরণের ব্যক্তিত্ব থাকতে হয়।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

সাইন বোর্ড বলেছেন: এটা শেষ বয়সে এসে বুঝতে পারাটা দুঃখজনক, দেখুন অর্জণ করতে পারেন কি না । মানুষের অসাধ্য বলে কিছু নেই । ধন্যবাদ ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছে, " এটা শেষ বয়সে এসে বুঝতে পারাটা দুঃখজনক, দেখুন অর্জণ করতে পারেন কি না । মানুষের অসাধ্য বলে কিছু নেই । ধন্যবাদ । "

-কবিরা বাচাল হয় না, উনারা মানুষের কন্ঠ

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

সাইন বোর্ড বলেছেন: কথায় কথা উঠে, আর কিসে যেন কি উঠে - ঠিক মনে পড়ছে না । আবারও ধন্যবাদ ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: পাতায়-পাতায় অনেক লেখা যদি কবিতা হয়ে যেতো, তাহলে এই আমি কবেই কবি হয়ে যেতাম! কবি হতে গেলে কবিতাকে ভালোবাসতে হয়! সন্ত্রাসীরা তাই কবিতা লিখতে পারেনা।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩০

সাইন বোর্ড বলেছেন: কাউকে আক্রমণ না করে চেষ্টা করুণ, কারোর কবিতা কিংবা অকবিতা তো আপনাকে খুন কিংবা গুম করতে আসছে না । সন্ত্রাসীদের অস্ত্র আর কবিদের অস্ত্র এক নয় । ধন্যবাদ ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২

নার্গিস জামান বলেছেন: অসাধারণ :)

০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.