নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
পথকে আমি কখনই দীর্ঘ করিনি তবু পথ'ই আমাকে হাঁটিয়েছে মাইলের পর মাইল এবং সেই হাঁটা ২০১৯ এর এই শেষ বেলাতে এসেও শেষ হয়নি । আমি হাঁটছি, কখনো পুরানো একটা প্রবাদবাক্য আমাকে নাড়া দিয়ে যাচ্ছে - "যায় দিন ভাল আসে দিন খারাপ" । না, আমি তুমি সে কেউ'ই আর খারাপ দিন চাই না । ২০২০ হোক আমাদের সবার জন্য সফলতার বছর । বিদায় ২০১৯ ।
১। বছরের সেরা হিরো পিঁয়াজ । বাপ, দাদা কিংবা চৌদ্দগোষ্ঠীর জন্মেও কেউ ভাবেনি, এ দেশে তিন'শ টাকা কেজি দরে পিঁয়াজ কিনে খেতে হবে । কিন্তু পিঁয়াজের সাথে পাল্লা দিয়ে লবণের উচ্চ দামের গুজবও যখন ছড়িয়ে দেওয়া হয়, তখন এ দুটি পণ্য মজুত করতে গলদঘর্ম মানুষদের একজন ।
২। মানুষ যখন নিরাপত্তা দিতে ব্যর্থ তখন এটিএম বুথের দায়িত্ব নিয়েছে বেশ কিছু কুকুর । এতএব, কুকুরই এ বছরের সেরা নিরাপত্তা প্রহরী ।
৩। খাঁজাবাবা, পাগলা বাবা, হাঁটা বাবা এবং ল্যাংটা বাবাকে পিছনে ফেলে এবার এক নম্বরে উঠে এসেছে শিকল বাবা ।
৪। বছরের সেরা হিসেবী মানুষ । মাত্র দুটা পাইপের জন্য পাঁচ'শ টাকা ভ্যান ভাড়া দেওয়ার কোন মানে হয় না ।
৫। বছরের সেরা পিলার । নড়বড়ে দাঁতও একদিন গাল থেকে খুলে পড়ে যায়, কিন্তু মাটি থেকে উঠে গেলেও ব্রিজ থেকে খুলে পড়েনা এই পিলার ।
৬। বছরের সেরা আবিষ্কার । মটরবাইক শুধু আর মটরবাইক নয় ।
৭। বছরের সেরা ক্যামেরাম্যান একজন সেরা মডেলও ।
৮। বছরের সেরা কর্মচারী । নিজের ডিম ফাটিয়েও যে মালিকের ডিম রক্ষা করে চলেছে...
৯। ছয়'শ টাকা কেজির উপরে দাম না উঠায় এ বছরেও কিছু নির্দিষ্ট আয়ের মানুষ গরুর গোস্ত কিনে খাওয়ার মত জমিদারী দেখিয়েছে ।
১০। চিঠি আসেনা চিঠি যায়ও না, তবু ২০১৯ এর শেষ বেলাতে এসেও বেঁচে আছে এই পোষ্ট অফিস ।
১১। বছরের সেরা সাহসী শিশু । দৌড় না দিয়ে যে, গরুকে প্রতিরোধ করার চেষ্টা করছে...
১২। হাঁসের পিঠের উপরে চেঁপে বসেছে কালো বিড়াল, ওপারে যেতে এখনো সময় লাগবে ।
১৩। এই সব শিশুরা কি জানে, তারা মধ্য আয়ের দেশে বেঘোরে ঘুমাচ্চে ? উন্নয়ন যেখানে ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে যায়...
১৪। প্রকৃত বন্ধুর মত আমরা কি একে অপরের হাত এভাবে ধরে রাখতে পারিনা, সারা জীবন ?
নোটঃ উপরের সব ছবিই ফেসবুকের বিভিন্ন ওয়াল থেকে সংগ্রহ, তবে ক্যাপশনগুলো আমার ।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা আপনাকেও । ভাল থাকুন নিরন্তর ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৫
বাকপ্রবাস বলেছেন: প্রত্যেকটা ছবি সুন্দর, মন ভরে গেল।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২০ ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ বছরের সেরা কিছু ছবি উপহার দেয়ায়/শেয়ার করায়।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২০ ।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভীষন ফানি।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২০ ।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০
ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো দারুন, ক্যাপশানগুলো আরো দারুন!!
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২১
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২২
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
সেলিম আনোয়ার বলেছেন: ।
মচৎকার পোস্ট।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২২
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: অত্যন্ত বিনুদুন পেলুম। ধন্যবাদ ভ্রাতা
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩
সাইন বোর্ড বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকুন ।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
ইব্রাহীম আই কে বলেছেন: ৫/ পিলার রাস্তাকে ধরে রাখে না স্থাপনা পিলারকে আগলে রাখে সেটাই বুঝা মুশকিল।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৪
সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, সব কিছুই গোলমেলে অবস্থা ! ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
১০| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু করুণ-বিষাদময়, কিছু খুবই ফানি। সব মিলিয়ে দারুণ সংগ্রহ। তবে, সবগুলোই এ বছরের নয়, পুরোনো আছে অনেকগুলো।
হ্যাপি নিউ ইয়ার-২০২০
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫
সাইন বোর্ড বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভ কামনা। ভাল থাকুন নিরন্তর ।
১১| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:১৩
শের শায়রী বলেছেন: ছবি, ক্যাপশান সাথে ব্লগার কেও পছন্দ হয়ে গেছে।
শুভ নববর্ষ।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭
সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম, আপনার জন্যেও রইল নববর্ষের শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
ইসিয়াক বলেছেন: বেশ ভালো লাগলো ।
শুভকামনা।