নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ বিদায় ২০১৯ !

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩০


পথকে আমি কখনই দীর্ঘ করিনি তবু পথ'ই আমাকে হাঁটিয়েছে মাইলের পর মাইল এবং সেই হাঁটা ২০১৯ এর এই শেষ বেলাতে এসেও শেষ হয়নি । আমি হাঁটছি, কখনো পুরানো একটা প্রবাদবাক্য আমাকে নাড়া দিয়ে যাচ্ছে - "যায় দিন ভাল আসে দিন খারাপ" । না, আমি তুমি সে কেউ'ই আর খারাপ দিন চাই না । ২০২০ হোক আমাদের সবার জন্য সফলতার বছর । বিদায় ২০১৯ ।

১। বছরের সেরা হিরো পিঁয়াজ । বাপ, দাদা কিংবা চৌদ্দগোষ্ঠীর জন্মেও কেউ ভাবেনি, এ দেশে তিন'শ টাকা কেজি দরে পিঁয়াজ কিনে খেতে হবে । কিন্তু পিঁয়াজের সাথে পাল্লা দিয়ে লবণের উচ্চ দামের গুজবও যখন ছড়িয়ে দেওয়া হয়, তখন এ দুটি পণ্য মজুত করতে গলদঘর্ম মানুষদের একজন ।

২। মানুষ যখন নিরাপত্তা দিতে ব্যর্থ তখন এটিএম বুথের দায়িত্ব নিয়েছে বেশ কিছু কুকুর । এতএব, কুকুরই এ বছরের সেরা নিরাপত্তা প্রহরী ।

৩। খাঁজাবাবা, পাগলা বাবা, হাঁটা বাবা এবং ল্যাংটা বাবাকে পিছনে ফেলে এবার এক নম্বরে উঠে এসেছে শিকল বাবা ।

৪। বছরের সেরা হিসেবী মানুষ । মাত্র দুটা পাইপের জন্য পাঁচ'শ টাকা ভ্যান ভাড়া দেওয়ার কোন মানে হয় না ।

৫। বছরের সেরা পিলার । নড়বড়ে দাঁতও একদিন গাল থেকে খুলে পড়ে যায়, কিন্তু মাটি থেকে উঠে গেলেও ব্রিজ থেকে খুলে পড়েনা এই পিলার ।

৬। বছরের সেরা আবিষ্কার । মটরবাইক শুধু আর মটরবাইক নয় ।

৭। বছরের সেরা ক্যামেরাম্যান একজন সেরা মডেলও ।

৮। বছরের সেরা কর্মচারী । নিজের ডিম ফাটিয়েও যে মালিকের ডিম রক্ষা করে চলেছে...

৯। ছয়'শ টাকা কেজির উপরে দাম না উঠায় এ বছরেও কিছু নির্দিষ্ট আয়ের মানুষ গরুর গোস্ত কিনে খাওয়ার মত জমিদারী দেখিয়েছে ।

১০। চিঠি আসেনা চিঠি যায়ও না, তবু ২০১৯ এর শেষ বেলাতে এসেও বেঁচে আছে এই পোষ্ট অফিস ।

১১। বছরের সেরা সাহসী শিশু । দৌড় না দিয়ে যে, গরুকে প্রতিরোধ করার চেষ্টা করছে...

১২। হাঁসের পিঠের উপরে চেঁপে বসেছে কালো বিড়াল, ওপারে যেতে এখনো সময় লাগবে ।

১৩। এই সব শিশুরা কি জানে, তারা মধ্য আয়ের দেশে বেঘোরে ঘুমাচ্চে ? উন্নয়ন যেখানে ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে যায়...

১৪। প্রকৃত বন্ধুর মত আমরা কি একে অপরের হাত এভাবে ধরে রাখতে পারিনা, সারা জীবন ?



নোটঃ উপরের সব ছবিই ফেসবুকের বিভিন্ন ওয়াল থেকে সংগ্রহ, তবে ক্যাপশনগুলো আমার ।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

ইসিয়াক বলেছেন: বেশ ভালো লাগলো ।
শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা আপনাকেও । ভাল থাকুন নিরন্তর ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৫

বাকপ্রবাস বলেছেন: প্রত্যেকটা ছবি সুন্দর, মন ভরে গেল।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২০ ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ বছরের সেরা কিছু ছবি উপহার দেয়ায়/শেয়ার করায়।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২০ ।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভীষন ফানি।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২০ ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো দারুন, ক্যাপশানগুলো আরো দারুন!! =p~

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২১

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: =p~

মচৎকার পোস্ট।

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: অত্যন্ত বিনুদুন পেলুম। :P ধন্যবাদ ভ্রাতা

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩

সাইন বোর্ড বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকুন ।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ৫/ পিলার রাস্তাকে ধরে রাখে না স্থাপনা পিলারকে আগলে রাখে সেটাই বুঝা মুশকিল।

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৪

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, সব কিছুই গোলমেলে অবস্থা ! ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১০| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু করুণ-বিষাদময়, কিছু খুবই ফানি। সব মিলিয়ে দারুণ সংগ্রহ। তবে, সবগুলোই এ বছরের নয়, পুরোনো আছে অনেকগুলো।

হ্যাপি নিউ ইয়ার-২০২০

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫

সাইন বোর্ড বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভ কামনা। ভাল থাকুন নিরন্তর ।

১১| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:১৩

শের শায়রী বলেছেন: ছবি, ক্যাপশান সাথে ব্লগার কেও পছন্দ হয়ে গেছে। B-)

শুভ নববর্ষ।

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭

সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম, আপনার জন্যেও রইল নববর্ষের শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.