নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
রোদ উঠেছে, বহুদূরে
শহরতলী ছাড়িয়ে এক বিষন্ন গ্রাম
শুকনো পাতায় কমেছে শীতের পরশ ।
এদিকে সর্ষে ফুল নেই, তবু হলুদ আভায়
জমে উঠেছে বিয়ের আসর
ডেক-এর আওয়াজে কান ঝালাপালা...
ও ফুল ও নদী ও ভ্রমর
আজ রাতেই কি তোরা নিয়ে আসবি বসন্ত ?
তার আগে বর্ষা যেন সবকিছু ভাসিয়ে না নিয়ে যায়,
তাহলে মুহূর্তেই লাপাত্তা হবে ফুলকপির ক্ষেত !
ইংরেজি নববর্ষের পর দু'আঙ্গুলে দিন গুণে মধ্য বয়স...
০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৫
সাইন বোর্ড বলেছেন: তাই নাকি ? ধন্যবাদ ।
২| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৬
বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।
নতুন বছরের শুভেচ্ছা রইল।
০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও । আমি কিছুটা নিয়মিত হওয়ার অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম । আমি ভাল আছি, আপনিও নিশ্চয় ভাল আছেন ।
৩| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৩
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: যিনি ভালো অভিনয় পারেন, তিনি খারাপ-অভিনয়-পারা চরিত্রেও অভিনয় করতে পারেন।