নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ বৃষ্টি

০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৪


১/
রাত দুপর, ঘুম ভেঙ্গেই শুনি বৃষ্টির শব্দ
কে চায় আর লেপের ভেতর গরম কাপড় ?
শীত গেছে বদ্ধ জানালা দিয়ে ঘুলঘুলির ভেতর

সকাল হতেই পৌষলক্ষ্মী ভিজে জবুথবু

কুয়াশা নয়, বৃষ্টির ছাঁট এখন ঘরের কোণ;
খবরদার, আজ যেন কাঁজল পরোনা,
আমের মুকুল কি এসে গেছে কিংবা কাঁঠালের মোচা ?
সূর্য উঠলেই এবার চলো যাই দূরের বন

ধুলো, বালি, গাড়ী, হর্ণ আর কর্পোরেট এই জীবন ছেড়ে

২//
মেঘের পরে মেঘ ভেঙ্গে ছুটছে এক শীতের সকাল...
চোখ বন্ধ করলেই তোমাকে ছোঁয়ার মত
আরেকবার পাব কি খেঁজুর গুড়ের পিঠা, পায়েশ ?

শীত এলে এখনো স্বপ্ন দ্যাখে সোনার বাংলা...

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি।
অবশ্য গতকাল পত্রিকায় পড়েছি আগামী দিন দিন বৃষ্টি হবে।

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৮

সাইন বোর্ড বলেছেন: দুপুরের পর আবহাওয়া আবার খারাপ হতে শুরু করেছে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

২| ০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ভাবনার প্রকাশ ।

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কবিতায় আজকের দিনটা ফুটে উঠেছে

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৬

সাইন বোর্ড বলেছেন: সেরকমটাই প্রয়াস ছিল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০

ঢাবিয়ান বলেছেন: এই শীতে বৃষ্টি!! না জানি আরো কত ঠান্ডা পড়বে !

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৫

সাইন বোর্ড বলেছেন: সেরকমটাই মনে হচ্ছে, আরো অনেক শীত পড়বে এবার । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা

কবি মন বলে কথা ;)

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৮

সাইন বোর্ড বলেছেন: তাই তো দেখছি, একটু একটু কবি হওয়ার চেষ্টা করছি । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: পৌষের বৃষ্টি না হলে কবি মন এতোটা ভিজতো কিভাবে

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.