নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আরো ধীরে

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৬


১/
এখনো লোহার ভেতর কিছু ইস্পাত ঢুকিয়ে
তাকে না পেটালে যথাযথ ধার উঠেনা

তোমার লোহা কিংবা ইস্পাত কিছুই নাই, তবু
কেন মেরুদন্ডটা রেখে এসেছো কামারের কাছে ?

২//
গাছসহ খেয়ে ফেলার আগে
একবার কাঠঠোকরার কাছ থেকে শিখে নাও -
ও কিভাবে বাসা বানায় ।

৩///
যার মাথার উপর কোন মানুষের ছায়া পড়েনা
তার মাথায় ছাতা ধরে থাকে ১৮০ জন মোসাহেব

তুমি এখনো কালাচাঁদের দোকানে বাকীতে সওদা খাও
অথচ তোমার মোসাহেবী দেখে পা-চাটা কুকুরও লজ্জা পায় !

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম। চলুক না হয় আকারে প্রকারে। আমার চেয়ে ভালো হইছে। থাম্বস আপ!

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আনন্দময় কবিতা লিখুন।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

সাইন বোর্ড বলেছেন:

যেমন - তুমি আমার বাতাসা হলেও
আমি তোমাকে খাব না,
বুকের মধ্যে আগলে রাখব ।

..........অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০২

ইমু সাহেব বলেছেন: তৃপ্ত হলাম , গভীর বিষয়বস্তু ।।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৫

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

করুণাধারা বলেছেন: গভীর ভাবনার প্রকাশ ছোট ছোট বাক্যে, চমৎকার!

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৯

অরূপ রতন আচার্য্য বলেছেন: সুন্দর লিখা। ভালো লাগল।

০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

অধীতি বলেছেন: সুন্দর লিখেছেন ।

০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৮| ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমাজের চিত্র একেছেন কবি।

০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর :)

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,




নিরেট সত্য!

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪২

সাইন বোর্ড বলেছেন: আপনার সাপোর্ট পেলে আমার লেখার ওজন বেড়ে যায়, তাই শুধু ধন্যবাদ নয়, শ্রদ্ধা । ভাল থাকুন নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.