নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

একটি সহজ প্রেমের কবিতা

০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭


আমারও যে মাঝে মাঝে ইচ্ছে হয় না
হয়
তোমাকে নিয়ে আরো একটা প্রেমের কবিতা লিখি
তোমার বুকে আরেকবার চাষাবাদ করি ভালোবাসার
তারপর
তোমার চোখের নদীতে ডুব দিয়ে মরি

কী আর এমন ক্ষতি হবে তাতে ?

যে শীত শুধুই পাতা ঝরার শব্দ শুনিয়ে যায়
যেখানে বসন্ত মানে এখনো পিচঢালা পথে উদাস হেঁটে চলা
আর গ্রীষ্মের উত্তপ্ত বাতাসের অগ্রিম বার্তা
সেখানে বর্ষা মানে শুধু ভেসে যাওয়া নয়
বার বার ডুবে যাওয়া

আমি আর একবারই শুধু ডুব দিতে চাই শুধু একবার
তোমার চোখের নদীতে ঝাপ দিয়ে
হৃদয়ের খুব গভীরে মরে গিয়ে
বেঁচে উঠতে

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অফিসের প্রচন্ড চাপের মাঝেও কবিতার প্রেম স্নিগ্ধতা মনটা ফ্রেশ করে দিল ;)


++++

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২০

সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম, অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

২| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আমারও যে মাঝে মাঝে ইচ্ছে হয়

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২২

সাইন বোর্ড বলেছেন: তাহলে আর সময় নষ্ট করা কেন, এই শীতেই । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখনশৈলী

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫১

হাবিব বলেছেন: চোখের নদীতে নয় ঝাঁপ যে দিবেন, সাঁতার জানেন তো!!!

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৫

সাইন বোর্ড বলেছেন: আমি তো মরার জন্যেই ঝাপ দেব, যদি বেঁচে উঠা যায় ! সাঁতার জানাটা কি খুব জরুরী ? মন্তব্যে পুলকিত হলাম, অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৩

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


মন এলোমেলো করে দেবার মতন কবিতা!

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

সাইন বোর্ড বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম, অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

অব্যক্ত কাব্য বলেছেন: দারুন!

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: টাইটেলটা ভালোই দিয়েছেন, "একটি সহজ প্রেমের কবিতা"। ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০

সাইন বোর্ড বলেছেন: অনেকরই অভিযোগ আছে, আমার কবিতা নাকি দূর্বোধ্য হয় । তাই এটি সহজ করে লেখার প্রয়াস । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৭

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালবাসা বুঝি এমনই হয়।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১২

সাইন বোর্ড বলেছেন: ভালোবাসার গতি-প্রকৃতি বোঝা মুশকিল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এতো সহজ ভাবে প্রেমের কবিতা লিখে ফেললেন। এই জন্মে আমার হবে না।
মন উতলা হয়ে গেলো আপনার কবিতায়।
ভালো লাগা জানবেন। ++
ছবিটা ভালো , তবে কবিতাটাকেই প্রাধান্য দিচ্ছি।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

সাইন বোর্ড বলেছেন: আসলে বয়সের সাথে সাথে প্রেমটাও বুড়ো হতে থাকে, তাকে আর কিছুতেই তরুণ রাখা যায় না । কিন্ত কবিদের প্রেমের বয়স বাড়াতে নেই । আপনিও ইদানিং অসাধারন কবিতা লিখছেন । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: প্রেমের কবিতা পড়ার মজাই আলাদা, চমৎকার !!!

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫১

সাইন বোর্ড বলেছেন: তাই তো পৃথিবীতে যতদিন প্রেম বেঁচে থাকবে ততদিন প্রেমের কবিতারাও বেঁচে থাকবে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হ’লো তার সাধ;

বিবাহিত জীবনের সাধ
কোথাও রাখেনি কোনো খাদ,
তাই তার মরিবার হলো সাধ!!

ইচ্ছার কোন গাছ পাথার নাই
যখন তখন হরেক রকম ইচ্ছা যাগে
মরনেও নাই অনিহা যদি প্রেয়সী/ সাথে থাকে।

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

সাইন বোর্ড বলেছেন: বেশ তৃপ্তি সহকারে পাঠ করলাম আপনার কবিতা । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন।

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

সাইন বোর্ড বলেছেন: মাঝে মাঝে আপনাকে পেলে খুব ভাল লাগে । ভাল থাকুন, কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.