নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির প্রশিক্ষণ, কাউয়ামুক্ত থানা এবং দু\'আটি পিঁয়াজপাতা

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮


# কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছে, আওয়ামীলীগই এ দেশে রাজনীতি শিখিয়েছে । কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, সেই রাজনীতিটা কোন দলই ঠিকঠাক মত শিখতে পারেনি । তাই নিজেদের জান বাঁচাতে এখন তারা গর্তের মধ্যে ঢুকে পড়েছে । আর নিতান্ত বাধ্য হয়েই বেচারা কোন বিরোধী দল ছাড়াই আওয়ামীলীগকে দেশ চালাতে হচ্ছে বছরের পর বছর...

# সেদিন দেখলাম রোড ডিভাইডারের উপর একটা সাইনবোর্ডে লেখা রয়েছে, কাইয়ামুক্ত আশুলিয়া থানা চা্য় । ঢাকা এবং এর আশেপাশে এত বেশি কাউয়া যে, কিভাবে কাউয়া থেকে মুক্ত থাকা যায় - আমার মাথায় ঠিক ধরেনা । নাকি অন্য কোন কাউয়ার কথা বোঝানো হয়েছে, কেউ জানেন কি ?

# - ভরা মৌসুম না এলেও নতুন পিঁয়াজ তো বাজারে উঠতে শুরু করেছে, তারপরও পিঁয়াজের দাম ১৬৫ টাকা কেজি কেন ?
বিক্রেতা বলল, পিঁয়াজ কি আর জমিতে আছে ? গাছসহ সব তো খেয়ে ফেলেছেন ।

কথাটা প্রথমে ধরতে না পারলেও পরে বুঝলাম, তাই তো, প্রায় দেড়-দু'মাস হলো গাছসহ বাজারে নকিল পিঁয়াজ বিক্রি হচ্ছে বেশ চড়া দামে । আর কৃষকেরাও দাম একটু বেশি পেয়ে গাছসহ বিক্রি করে দিয়েছে পিঁয়াজ পরিপক্ক হওয়ার আগেই । তাহলে ?

আমি আরো পাঁচ দোকান ঘুরে শেষে অনেকটা সস্তায় পিঁয়াজ ছাড়া শুধু দু'আটি পিঁয়াজপাতা কিনে বাসায় ফিরলাম । বউ দেখে খুশীতে একেবারে ডগোমগো হয়ে বলল, যাক এতদিন পর তোমার বুদ্ধি তাহলে খুলতে শুরু করেছে । আমি আর আসল ঘটনা খুলে বললাম না; কারন আমি জানি, আমার বউ পিঁয়াজপাতা খুব পছন্দ করে ।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: হাছা কথা কছেন------

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৫

সাইন বোর্ড বলেছেন: হাছা কতার ভাত নাই । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি বলা মহাপাপ

কাল খালি চার লাইনের একখানা স্ট্যটাস দিলাম....
তোমার অধিকার রক্ষার অজুহাতে যদি
হত্যা বৈধ হয়,
আমার অধিকার সু রক্ষায় তোমাকে
অভিশাপ দিলাম।

ব্যাস.. ঘন্টা তিনেকের মাঝেই
কাইয়া কোর্য়ার্টার থেকে মেসেজ চলে আসলো এসব ননা লীখলে চলে না!!!!!!!!!! X((

লাথোকা ভুত বাতোসে নেহী মানতা!
রবী ঠাকুরের কথায় সবুজ কাঁচার একশন লাগবে
ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা ;)

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪২

সাইন বোর্ড বলেছেন: সত্যিকার অর্থে এখন আর কেউ'ই ঘা মারার সাহস রাখেনা, সেটা কাউয়া কোর্য়াটারের লোকজনও জানে, তাই ফুলের আঘাতও তারা সহ্য করতে পারেনা । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: পেঁয়াজ এর কাজ পেঁয়াজ পাতা দিয়ে হয় না।

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩

সাইন বোর্ড বলেছেন: পিঁয়াজের ক্ষেত শেষ, আর কয়দিন পর পাতাও পাওয়া যাবেনা । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: হাছা কথা তিতা। নেতা খায় না

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

সাইন বোর্ড বলেছেন: কারণ খেলেই বদ হজম শুরু হয়ে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.