নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আলুক্ষেত-এ ভাগ্য বন্দী জলে বন্দী মাছ

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩০


নির্বাচনে প্রার্থীতা বাতিল হওয়ার কালচারটা শুরু হয়েছে গত সংসদ নির্বাচনের সময় থেকে । তবে এর আগেও কম বেশি হয়েছে কিন্তু অতটা মহামারি আকারে না । ব্যাপারটা এরকম যে, আমি তো তোরে মাঠে চাই না, তাহলে তুই কেন থাকতে চাইবি ? অবশ্য যেসব প্রার্থীকে মাঠ থেকে ভাগানোর চেষ্টা করা হয়, তারাও জানে, তাকে নাজেহাল করা হবে । প্রথমে ভয়-ভীতি দেখিয়ে এবং তাতে কাজ না হলে আইনের প‌্যাচে ফেলে, তারপরও যেসব প্রার্থী এসব কিছুকে উপেক্ষা করে মাঠে টিকে থাকার জন্য পণ করে এবং লড়াই চালিয়ে যায়; তাদের জন্য অপেক্ষা করে ভয়ংকর কিছু ।

আহারে, জীবন তো একটাই, কী দরকার এসব নির্বাচন নির্বাচন খেলায় অংশগ্রহণ করার পণ করে ? অবশ্য এর একটা ফযিলতও আছে, আর তা হল, নির্বাচনের মাঠে বিরোধী পক্ষ কেউ না থাকলে কিছু অপকর্ম দেখা থেকে দেশের মানুষ বঞ্চিত হয় । আর ঐ অপকর্মগুলোই হলো বিরোধী পক্ষের জন্য বড় ফযিলত । যদিও এসব ফযিলতের ভবিষৎ হাতের তালুর উপর পশম গজানোর মতই দূর্লভ ।

যাইহোক, গোল দেওয়ার আগেই যে প্লেয়ার জেনে যায়, তার কিক কখনো মিস হবেনা; সে গোল দেবেই । ফাকা মাঠ না পেলে ঘুরিয়ে, প‌্যাচিয়ে হলেও ।

সব শেষে আশি আলুক্ষেতের কথায় । বেশ কিছুদিন যাবৎ একটা গান খুব জনপ্রিয় হয়ে উঠেছে, "পাট ক্ষেতে ছাগল বন্দী, জলে বন্ধী মাছ" । সম্প্রতি পত্রিকায় দেখলাম, বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীকে মুন্সিগঞ্জের আলুক্ষেত থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে । তবুও ভাগ্য ভাল যে, তাকে কোন নর্দমা, পুকুর বা খাল-বিল থেকে উদ্ধার করা হয়নি । তাহলে আর ওর ধারের কাছে কেউ যেতে পারত না দূর্গন্ধে ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৬

হাবিব বলেছেন: এই দশা সহসায় কাটবার নয়।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সাইন বোর্ড বলেছেন: সব আয়োজন তো পাকাপোক্তভাবে করা হয়েছে, এখন শুধু আয়ুটাকে বাড়িয়ে নিতে পারলেই হয় । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৮

বাকপ্রবাস বলেছেন: দেশে হেব্বি ঘনতন্ত্র চলিতেছে

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

সাইন বোর্ড বলেছেন: কোন তুলনা হয় না । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৩

জুল ভার্ন বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০১

সাইন বোর্ড বলেছেন: তুলে আর ধরা যাচ্ছে কৈ, মানুষের মুখ তো আটকিয়ে রাখা হয়েছে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আমি একজন আশাবাদী মানুষ।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০২

সাইন বোর্ড বলেছেন: এটুকুই দূর্বল মানুষের শেষ সম্বল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

কলাবাগান১ বলেছেন: তাও ভাল তো আলু ক্ষেত থেকে জীবন্ত উদ্ধার হয়েছে...গ্রেনেড এর স্প্লীন্টার আগুনে পুড়ে মরেনি

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৪

সাইন বোর্ড বলেছেন: কে যে গ্রেনেড মারে আর কে যে আলু ক্ষেতে পাঠায়, তা যখন দিনের আলোতেই মানুষকে বুঝতে দেওয়া হয়নি, আর এখন তো ঘণ কুয়াশা চলছে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.