নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
মায়ের আশীর্বাদ নেওয়ার পর মনে হলো
এখন তার প্রার্থনায় যাওয়া উচিৎ,
মানে একটু শুকরিয়া আদায়
কয়দিন কী যে ধকল গেছে !
২/
সেদিন কোথায় যেন পড়ছিলাম -
শয়তান নাকি এখন আর কোন কাজ করেনা
কারণ মানুষই তার সব কাজ করে দেয়, আর
শয়তান শুধু দূরে বসে বসে দ্যাখে...
৩/
হা করার আগে যার আলজিভ দেখা যায়
তাকে আর নতুন করে পড়ে নেওয়ার দরকার হয় না ।
৪/
কেউ কুতুকুতু দিলেই লাফ দিয়ে উঠার অর্থ
আরো বেশি করে কুতুকুতু খাওয়া
তারপর অসহায়ের মত মুরগিদৌড়
৫/
মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার অন্যতম দুটি কারণ হলো -
তার বুদ্ধি ও বিবেক,
তবে যে বুদ্ধির প্রয়োগে বিবেকের কোন সমর্থন থাকেনা
তা বিষ্ঠার চেয়েও দূর্গন্ধময় হয়
কেউ কেউ সেটাকে সভ্যতার কলংকও বলে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
সেদিন কোথায় যেন পড়ছিলাম -
শয়তান নাকি এখন আর কোন কাজ করেনা
কারণ মানুষই তার সব কাজ করে দেয়, আর
শয়তান শুধু দূরে বসে বসে দ্যাখে...
লেখাটি জনৈক অখ্যাত লেখক ১৯৯০ সনে সাপ্তাহিক যায় যায় দিন এর কোনো এক বিশেষ সংখ্যায় লিখেন যা এখনো মানুষের মনে - কথায় - লেখায় ঘুরছে দেখে সেই লেখকের মনে আজো অনাবিল আনন্দ দেয়ার কথা।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: কাঠালটা কলসের ভেতর ঢুকলো কি করে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
সাইন বোর্ড বলেছেন: তার আগে বলুন ব্লগার ঠাকুরমাহমুদ এর মন্তব্যের উত্তরের অপসনে ঢুকলেন কি করে ? এখানে তো আমার ঢোকার কথা ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৫
নেওয়াজ আলি বলেছেন: সুপার । ♥♥♥
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩
করুণাধারা বলেছেন: বেশি ভালো লেগেছে ২ আর ৫ নম্বর।
ছবি দেখে আমার মনেও রাজীব নুরের মত প্রশ্ন জাগছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১
সাইন বোর্ড বলেছেন: প্রশ্নটা আমারও ছিল, পরে মনে হয়েছে কাঁঠালের মোচাটাই কলসির ভেতর বেড়ে উঠেছে । ২ ও ৫ ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল । অসংখ্য ধ:ন্যবাদ ।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাস্তবিক ভাবনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
শুভ কামনা