নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তোমাকে জড়িয়ে ধরলেই এখন কিছু ফুটপাত এসে
আমাকে কাঁপিয়ে দিয়ে যায়
আমি আর আগের মত উষ্ণতা পাই না,
অথচ কথা ছিল এই শীতেই মাথাভাঙ্গার খুব কাছে গিয়ে
আমরা এবার চড়ুইভাতি করব,
জেলেভাই ধরে দেবে নদীর টাটকা মাছ;
খাওয়া শেষে
ফুলকপি হাসিতে আমরা পৃথিবী দেখব
তোমার লালপাড় শাড়ি আমন্ত্রণ জানাবে হলুদ বসন্তকে, তারপর
আমরা বেরিয়ে পড়ব জীবনের পথে
এখন মনে হয়, এসব আর কিছুই হবার নয়, কারণ
মাঘের শীত শুধু শুধুই হাত, পা আর ঠোঁট ফাটা বাড়াচ্ছে
সকালগুলো হয়ে উঠছে দ্রুত বীর্যপাতের মতো ধাতুস্থ্য রোগী
আর দুপুর, বিকেল, রাতগুলো হয়ে উঠছে সঙ্গম শেষে
বেশ্যার ঘিনঘিনে শরীরের মতো ।
এর মাঝেও অবশ্য কেউ কেউ হৃদয়ের বাতায়ন খুলে
ছড়াচ্ছে চাঁদের হাসি...
যদিও এতে করে পৃথিবীর করোনা ভাইরাস ঠেকানো যাবেনা ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: কবিতা হলো আবেগের খেলা।
সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতার জন্ম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
সাইন বোর্ড বলেছেন: আর শব্দের চাষ, বুনন, অর্থপূর্ণ ভাবনা ? অসংখ্য ধন্যবাদ ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬
নেওয়াজ আলি বলেছেন: দক্ষ হাতের কমনীয় প্রকাশ
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ