নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
শুধু তোমার না, আমি আর কারোর খবরই রাখি না
কারণ যেদিন অতি বৃষ্টিতে আমার ফুটপাতও ভেসে গেল
সেদিন আমার বুকের উপর দিয়ে যারা নৌকা ভ্রমণে বের হয়েছিল
তারা এখন প্রায়ই স্পিডবোট নিয়ে বের হয়
আমি ডুব দিয়ে আছি । কিছু শুনিনা । কিছু দেখিও না
২//
অনেকেই জানে -
মেঘ জমে জমে বৃষ্টি হয়, আর
বৃষ্টি জমে জমে হয় জলাধার
কিন্তু ভালোবাসা জমে জমে প্রেম হলেও
একদিন কিছু ঘৃণারও জন্ম হয়
এটা হয়ত অনেকেই জানেনা ।
৩///
"আমি ফকির হবার পর দেশে আকাল ডাকল"
প্রবাদটা পুরানো হলেও
"আমি ব্যবসা শুরু করার পর চায়নার মার্কেট বন্ধ হয়ে গেল"
- এটা নতুন ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে ভাল লাগার কথা জানানোর জন্য ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১২
(লাইলাবানু) বলেছেন: শেষের প্যারাটা বড়ই দুঃখ্য জনক।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৪
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৮
নিভৃতা বলেছেন: ভালোই লাগছিলো। কিন্তু শেষে এসে থমকে গেলাম। শুভ কামনা আপনার জন্য।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৫
সাইন বোর্ড বলেছেন: ওটা কিছুনা, এমনিতেই একটু মজা করে লিখেছি । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: বেশ হয়েছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৫
মিরোরডডল বলেছেন: You won’t believe. now its 3:25 at night.
আমি শুয়ে শুয়ে লেখাটা পড়ছিলাম । অলমোস্ট ঘুম ।
থার্ড ওয়ান পড়ে উঠে বসলাম ।
Cause I laughed a lot :-)
তিনটা লেখাই জোস হয়েছে !!!
superb!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫
সাইন বোর্ড বলেছেন: আপনার ভাল লাগা আমাকেও ছুঁয়ে গেল, অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৩
নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো।