নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ক্ষয়

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৬


১/
যে কৃষকের একদিন ক্ষেত ভরা ফসল দেখেই মন ভরে যেত
তাকে এখন বাজার-দর নিয়েও ভাবতে হয়
আর রমনীর এক ছটাক নারকেল তেলে মন ভরার আগে
ভাবতে হয় এটি কোন ব্র্যান্ডের তেল, মাথায় দিলে সমস্যা হবে কিনা,
আসল না নকল ইত্যাদি ইত্যাদি...

এসবই হয়ত চাহিদার উন্নয়ন বা পুঁজিবাদের বিশ্বায়ন ।

২//
খুব বেশী সুখী হতে গিয়ে জীবনকে জটিল করে ফেলাটা একটা শাস্তি হলেও
তা সহজ করার একটা সুযোগও থাকে
কিন্তু খুব বেশী জানতে গিয়ে জীবনকে জটিল করে ফেললে
তার আর সহজ হওয়ার কোন সুযোগ থাকে না ।

৩///
এখন কেউ'ই আর কারোর কপালে সহজে হাত রাখেনা
অথচ একবার হাত রাখলে দশ গুণ ওষুধের কাজ হতো

ভালোবাসা ওষুধের চেয়ে বেশি শক্তিশালী ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: প্রতিদিন একটি করে কবিতা লিখছেন!!!!
খুব ভালো।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

সাইন বোর্ড বলেছেন: দুটো/তিনটা করে লিখলে কি খারাপ হতো ? ব্যপারটা আসলে তা নয়, লেখালেখির সাথে কিছুটা সময় হলেও থাকা - এই আর কি । অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

অজ্ঞ বালক বলেছেন: ভালো, কিন্তু কবিতারা টানলো না। থিমগুলাই হয়তো দোষী।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

সাইন বোর্ড বলেছেন: আজকাল বেশিরভাগ পাঠকই কবিতায় উপমা, প্রতীক আর রূপকের ব্যবহারে বিরক্ত হয়, কারণ তাতে কবিতা জটিল হয়ে পড়ে এবং বুঝতে অসুবিধা হয় । তাই অনেকটা সহজ করে লেখা, তবে কবিতার বিষয়বস্তুও একটা ব্যপার । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো ছিল। তবে প্রথম দুটোতে পোয়েটিক এলিমেন্ট কম ছিল, ভাষার স্বাভাবিকতার জন্য এমন বোধ হইতে পারে মেবি

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

সাইন বোর্ড বলেছেন: আজকাল বেশিরভাগ পাঠকই কবিতায় উপমা, প্রতীক আর রূপকের ব্যবহারে বিরক্ত হয়, কারণ তাতে কবিতা জটিল হয়ে পড়ে এবং বুঝতে অসুবিধা হয় । তাই অনেকটা সহজ করে লেখা, তবে কবিতার বিষয়বস্তুও একটা ব্যপার । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা ঐষদের চেয়ে শক্তিশালী। সহমত++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

ফয়সাল রকি বলেছেন: যত জটিলতা তা সবই আমাদের বাস্তবতায় B:-/

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮

এম মোস্তকিম বিল্লাহ্‌ বলেছেন: ভাল লাগোলো ।

১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.