নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
তোমার হাতে কিছু দুঃসময় ধরিয়ে দিতেই
অন্ধকার ভেবে তুমি দৌড়ে পালালে...
অথচ আমার কাছে তখনো কিছু পূর্ণিমার রাত ছিল
মরা চাঁদের ভেতরে আরেকটি চাঁদ
যা দিয়ে অমাবস্যাতেও আমি দিব্যি পথ চলতে পারি...
২//
জানো তো, আমার কোন পাওনাদার নেই
তাই গাছ লাগিয়ে বলতে হয় না
তেঁতুল বিক্রি করে
এবার আপনার দেনা ঠিক ঠিক পরিশোধ করে দেব,
আর তুমি শুনে মুচকি মুচকি হাসবে
তোমার সাথে আমার বরাবরই নগদ কারবারি,
যেমনটা তুমিও চাও ।
৩///
ভালোবাসাকে দাঁড়িপাল্লায় উঠালেই
তা থেকে মাংসের গন্ধ বের হয়
আর আমার তখন মুসাফির হয়ে যেতে ইচ্ছে হয় ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
সাইন বোর্ড বলেছেন: মানুষের মন কখন যে বল বীর আর কখন যে নত হয়, বলা মুশকিল । তবে ঐ টাইপ কবিতা লিখতে হলে নজরুলের যুগে ফিরে যেতে হবে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: গুরু অসাধারণ! আমার মনের কথা ক্যামনে যে আপনে কন!!! সালাম গুরু।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩
নেওয়াজ আলি বলেছেন: অনুপম,অতুলনীয় l
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: কি সুন্দর কবিতা লিখেছেন।
তবে আজকাল আমার তেজি আর ধারালো কবিতা ভালো লাগে।
'বল বীর বল উন্নত মম শির' টাইপ।