নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
তোমার কাছে ফিরে আসার অর্থ কবিতার কাছে নয়
হয়ত নিজেই নিজের কাছে ফিরে আসা...
২//
যে কবির কবিতা কেউ পড়েনা
তারও তাড়া থাকে লেখার,
কিছুদিন লিখতে না পারলে
বিষ খাওয়া রোগীর মতো
ছটফট করে মরে...
তারপর নিজেই নিজের মুখের ভেতর নল ঢুকিয়ে দিয়ে
পেট থেকে কবিতা বের করে আনে
এভাবে মরে গিয়েও সে বার বার বেঁচে উঠে...
৩///
জীবনে অনেক কিছু থেকেই নিস্তার নেই
যেমন কেউ দীর্ঘদিন ধরে হাবিজাবি কিছু লিখছে,
কেউ পড়ুক বা না পড়ুক
তাকে লিখে যেতে হবে, লিখতেই হবে...
কারণ এটাই তার শাস্তি
একদিন ব্লেড দিয়ে হাত কাটতে গিয়ে হৃদয় কাটার ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: ব্লেড দিয়ে হাত কাটাকাটির দরকার নাই।
কবিতায় তেজ থাকতে হবে, ধার থাকতে হবে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১
সাইন বোর্ড বলেছেন: কথা সত্য, অসংখ্য ধন্যবাদ । আমার একটা মাত্র রাজ্য, তাও বেদখল ।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯
নিভৃতা বলেছেন: ভালো লেগেছে। শুধু শেষের লাইনটা ছাড়া। ব্লেড আর রক্তাক্ত হাত যেন চোখের সামনে ভেসে উঠল।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২০
সাইন বোর্ড বলেছেন: আসলে কিছুটা কাব্যিকতার প্রয়োজনেই লাইনটিকে রাখতে হয়েছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২
কানিজ ফাতেমা বলেছেন: প্রথম স্তবক টা টেনে নিয়ে যায় পুরো কবিতার কাছে।
সত্য কথন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কথা সত্য, অসংখ্য ধন্যবাদ । আমার একটা মাত্র রাজ্য, তাও বেদখল ।
আপনার রাজ্যে আমি প্রজা। অতি সাধারন প্রজা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৬
সাইন বোর্ড বলেছেন: আমার তো এখন কোন রাজ্যই নেই, প্রজা কিভাবে থাকবে ?
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১১
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লিখনী।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন লিখেছেন কবি
মুগ্ধ পাঠ!
++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড ,
নিজেকে নির্মান করাটাই আসল এবং তা ভালো ভাবে, হাবিজাবি ভাবে নয়!
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৮
সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, বড় দুঃসময় পার করছি, কোন কিছুতেই নিজেকে নির্মাণ করতে পারছি না । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাত কেটে রক্ত দিয়ে প্রেমিকাকে চিঠি পাঠানোর যুগ শেষ।
শেষের লােইনটা সেই সময় মনে করিয়ে দিল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩
সাইন বোর্ড বলেছেন: এখনো কবি যে কয়েকজন বেঁচে আছে দেশে, তারা সবাই সেই সময়েরই । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার তো এখন কোন রাজ্যই নেই, প্রজা কিভাবে থাকবে ?
ঐ যে বললেন কবিতা আপনার রাজ্য? সেই রাজ্যের প্রজা আমি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭
সাইন বোর্ড বলেছেন: কিন্তু এই দুঃসময়ে সে রাজ্যও এখন বেদখল, লিখতে পারিনা কিংবা হয় না ।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেন আপনি
শুভকামনা