নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
প্র্যাকটিস করছো -
পেট খালি হওয়ার ভয়ে ক্ষুধা না বাড়িয়ে
পশ্চিমবাংলা
মধ্য দুপুরে বোনের বাসায় গিয়ে ভাই যখন চেঁচাচ্ছে -
দিদি আমি খেয়ে এসেছি, দরজা খোল...
সব অর্জণ কার কাছে জমা করতে চাও
হাড়কিপটা ?
শ্মশান আর কবরস্থানের দূরত্ব খুব বেশী নয় ।
২//
মুতার আগে সবাই স্বস্তির কথা ভাবে
কেউ ফেনার কথা ভাবেনা, কারণ
কিছুক্ষণ পর তা এমনিতেই মিলিয়ে যায়।
৩///
বাথরুম সিংগার হতে যেমন গলা না সাধলেও চলে
তেমনি ফেসবুক কবি হতেও কোন যোগ্যতা লাগেনা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬
সাইন বোর্ড বলেছেন: ফেসবুকের কথা বলেছি, আর মামা খালুরা তার বই প্রকাশে আর্থিক সহায়তাও করতে পারে কারন বইটা তাকেই উৎসর্গ করা হবে ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর লেগেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
নেওয়াজ আলি বলেছেন: বিমোহিত হলাম কাব্য চয়নে।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: কবি হতে যোগ্যতা লাগে। ক্ষমতাবান মামা চাচা থাকলে কবি হুয়া যায় না।