নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
কিছু হাওয়া আজ নির্দিষ্ট গাছের তলায় যাবে
কিছু হাওয়া সবুজ বনানী পেরিয়ে নদীর ওপার
কিছু হাওয়া হলুদ বসন্তের সুগন্ধ ছড়িয়ে আরো দূরে
যেখানে মাথার উপর শুধু খোলা আকাশ
আর সারা শরীর জুড়ে লেপটে থাকা হাওয়া
বয়ে যাবে শিরা, উপশিরায়...
আদম, তুমি কি এখনি জেগে উঠবে, গন্ধম নেশায় ?
কিছু হাওয়া যে অভিজাত হোটেলের আলো-আঁধারিতেও
ঢুকে পড়ছে...
#
দু'টো রুই মাছের চাকা
ফেসবুকে পোষ্ট দিয়ে ক্যাপশানে লেখা -
এটি ১৪ ফেব্রুয়ারীর আগের এবং এটি পরের অবস্থা ।
নিঃসন্দেহে এটা একজন বজ্জাত ফেসবুকারের কাজ;
তা না হলে ১৪ ফেব্রুয়ারীর পরের চাকাটির অবস্থা
এমন বেহাল দশা করবে কেন ?
চাবকিয়ে ব্যাটার পিঠের চামড়া তুলে দেওয়া উচিৎ ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
অন্যভাষার কাব্য, অন্যলোকের কবিতা!
শুভেচ্ছা নিন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৩
সাইন বোর্ড বলেছেন: একটা মন্তব্যও অনেক সময় একটা কবিতাকে সার্থক করে তুলতে পারে, আপনার মন্তব্যটিও সেরকম । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: মনোরম।