নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তুমি বেঁচে উঠলে
বাতের ব্যাথায় পঙ্গু হয়ে যাওয়া রোগীও
আবার খাড়া হয়ে দাঁড়াবার চেষ্টা করবে,
কেউ কেউ ক্র্যাচে ভর দিয়ে শহর পেরিয়ে
চলে যাবে ধান ক্ষেতের কাছে,
তারপর নেতিয়ে পড়া সোনালী ধানের পরাগ মেখে
উপচে পড়া ভালোবাসায় সিক্ত হয়ে আত্মা খুলে দেবে -
মিটিং-এ, মিছিলে, শ্লোগানে, চিৎকারে, অধিকারে, অনধিকারে...
তারচেয়েও বড় কথা
তুমি বেঁচে উঠলে
নলিনীর লম্বা গলায় একটা টান পড়বে
ভয়ে, আতংকে জিহবা বেরিয়ে আসবে,
স্বপ্নে, দুঃস্বপ্নে, কাদা, মাটি, জলে একাকার হবে
পদ্মা, মেঘনা, যমুনা...
তুমি বেঁচে উঠলে কিছু বাজপাখি
আবার চামচিকা হয়ে উঠবে
কাউয়াগুলো ময়লা পট্টি থেকে উঠে এসে
প্রস্তুতি নেবে দৌড়ে সীমান্ত পাড়ি দেবার; আর
তখন অবরুদ্ধ বাতাস থেকে বেরিয়ে
সবাই বুক ভরে নিঃশ্বাস নিতে শুরু করবে
এসবের চেয়ে, তোমার মরে যাওয়ায় ভাল,
তুমি বরং মরেই যাও,
তিলে তিলে নয়, একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে
ওরা ইন্নালিল্লাহি পড়ে বুকে ফুঁ দিয়ে বাঁচুক...
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: কারো মৃত্যু কামন করা ঠিক না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯
সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিক, কিন্তু কাউকে যদি তিলে তিলে মেরে ফেলার সব আয়োজন করা হয় খুব শক্তিশালী হাতে, তাহলে তাকে বাঁচিয়ে রেখে শুধু শুধু তার কষ্ট বাড়ানোর কোন মানে হয় না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কারে মারি ফালতাছেন হুহ
মৃত্যু কামনা নয়। হেদায়েতের দোয়া করতে পারেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩
সাইন বোর্ড বলেছেন: দোয়া করলেও তাদের হেদায়েত হবে বলে মনে হয় না, ক্ষমতা তাদেরকে অন্ধ করে ফেলেছে । তাই, আমি না চাইলেও তাকে মেরে ফেলা হবে । কাঁটা পরিষ্কার ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২৪
মিরোরডডল বলেছেন: শেষটা কিন্তু জোস হয়েছে ।
Very unexpected :- )
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১
নেওয়াজ আলি বলেছেন: ভালো লেগেছে।