নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সব কষ্ট বাতাসে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে নেই
কিছু কষ্ট লালন করতে হয়
মেঘে, রোদ্দুরে, ঝড়ে, বৃষ্টিতে, তুফানে
বুকের ভেতরে
কিছু অপমান, কিছু লজ্জা, কিছু ঘৃণা, অন্যায়, অবিচার
পাথর চাপা দিয়ে রাখতে হয়
গোপনে
অথবা ছাই চাপা আগুনে
ভবিষ্যতের জন্যে
তা না হলে
তুমি দূর্বল হতে হতে, দূর্বল হতে হতে
একদিন শুকিয়ে কাঠ হয়ে যাওয়া দীঘি,
বুকের উপর জন্মাবে ঘাস, লতা, পাতা, আগাছা...
কেউ কেউ তখন মাড়িয়ে যাবে আনন্দে, উল্লাসে
এসব তুমি সহ্য করতে পারবে না
তাই, কিছু কষ্ট জমিয়ে রাখতে হয়
হাতুড়ি পেটা করে তাকে ধারালো বানাতে
একদিন দাঁত ভাঙ্গা জবাব দিতে...
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮
সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, কিন্তু কষ্টকে হজম করা সবার জন্যে সহজ হয় না । ধন্যবাদ ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫
নেওয়াজ আলি বলেছেন: ভাষা, বর্ণ ও বাক্য গঠন সবই অনবদ্য
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে। মানে আমার ভালো লেগেছে।
কষ্ট পাওয়ার দরকার আছে। কষ্টই একজন মানুষকে খাটি বানায়। স্বর্ন যেমন পুড়তে পুড়তে খাটী হয়।