নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
# নির্ঘুম
তিন রাত কিছু খাওয়া হয়নি
যদিও সাথে কিছু আপেল ও কোল্ডড্রিংস ছিল
তবু ঘুম ভেঙ্গে খুঁজেছি
এক প্লেট গরম ভাতের সাথে মুড়িঘন্ট
একেবারে নিজ জমির ফসলের মতো
সুস্বাদু !
কবে যে তুমি বুঝবে
পেটের ক্ষুধা কখন আমার মস্তকে উঠে !
# অন্ধ
অন্ধকে কখনো অন্ধ বলো না,
বরং চোখ থাকতে তুমি যে আমাকে
বার বার ফার্মগেট ওভার ব্রিজ দেখাচ্ছো
সেটা তোমার অন্ধত্ত্বের কারণে ।
আমার ভিক্ষা চাওয়া শুধু তোমার কাছে
আর অন্ধত্ত্ব
তোমাকে ছাড়া অন্য কাউকে না দেখে ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২১
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০
নেওয়াজ আলি বলেছেন: দারুণ ,বেশ ভালো লাগলো ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪১
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: চমৎকার।