নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় অংকের চতুর্থ দৃশ্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫


১/
রাজা
শোক বার্তা ও সৌজন্য সাক্ষাৎ শেষে
মৃত্যু দন্ড প্রাপ্ত আসামীদের ফাইল নিয়ে বসল -
কাকে মাফ করে দেব আর কার ফাঁসির আদেশ বহাল রাখব,
তার নির্দেশনার অপেক্ষায়

এর মাঝে পাপিয়া এসে কবে তাকে গান শুনিয়ে গিয়েছিল,
তা ঠিক তার মনে পড়ল না ।

২/
এখন অনেকেরই স্মৃতি বিভ্রাট হবে

মেথর ভুলে যাবে নোংরা ড্রেনের কথা, ডোম ভুলে যাবে
শশ্বানের কথা, কসাই ভুলে যাবে কসাইখানার কথা...

এভাবে শকুন ভাগাড় চিনবে না, কাউয়া গার্বেজ চিনবে না
শেয়াল আঁখক্ষেত চিনবে না...

এরা সবাই এখন সবকিছু ভুলে যাবে

আসলে স্মৃতি বিভ্রাট একটা মারাত্বক রোগ;
কে যে কখন কি ভুলে যায়, আগে থেকে বোঝা মুশকিল !

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৩

মা.হাসান বলেছেন: অসাধারণ লিখেছেন।
গান অনেকেই শুনেছেন, এখন স্মৃতি বিভ্রাট ঘটেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৭

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো। অবশ্যই ভালো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

সাইন বোর্ড বলেছেন: কবিতাকে তো কেউ খারাপ বলেনি, আমি কেমন লিখি, সেটাই কথা ।

পড়া ও মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কসাই ভুলে যাবে কসাইখানা হবে।

পাপিয়ার পাপ পূর্ণ হওয়ায় ধরা খেয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

সাইন বোর্ড বলেছেন: ঠিক আছে, কসাইখানা করে দিলাম, যদিও কাটাকাটি কসাই খানাতেই হয় । আর শুধু পাপিয়া কেন, অনেকের পাপই পূর্ণ হয়েছে, এখনো ধরা খায়নি - এই যা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলি

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১০

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫১

সোহানী বলেছেন: স্মৃতি বিভ্রাট সত্যিই মারাত্বক রোগ। সময়ের প্রয়োজনে এর প্রকোপ বাড়ে বা কমে B:-/

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৫

সাইন বোর্ড বলেছেন: একদম ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.