নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
# অন্ধকার
শীত পছন্দ করি বলে
ফাল্গুনেও তুমি মেঘ ধরে আনলে
এখন আর ভিজতে ভাল লাগেনা আমার
কারণ বৃষ্টির পর কুয়াশায় ঢেকে যায় পৃথিবী...
# করোনা নয়
কয়দিন হলো আমার অনেকগুলো পেঁপে গাছে
হলুদ রোগ ধরেছে
পাতা ঝরে পড়ছে, ন্যাড়া মাথা, বিশ্রি অবস্থা !
কৃষিবিদ বলছে, এগুলোকে ভাইরাস অথবা ছত্রাকে ধরেছে
আর আমি রাত-দিন করোনার কথা ভাবছি...
# কেউ মনে রাখেনা
আমের মুকুল বেশী হলে
সে বছরে বসন্তের হাসাহাসি বেড়ে যায় -
কোকিলের ডাকে, দোয়েলের লাফালাফিতে, প্রজাপতির রঙে
হলুদ শাড়িতে, শাহবাগে ফুলের দোকানে...
সবাই কেবল হাসতে থাকে,
কেউ কাল বোশেখীর কথা মনে রাখেনা ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: আপনার লেখায় অন্যরকম আকর্ষন আছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর