নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কুচকির ব্যথা

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০


#
চায়ের কাপ থেকে বেরুচ্ছে
বিষ্ঠার দূর্গন্ধ...

কিছু কুকুর মিনার বেয়ে উপরে উঠছে

হাতে হনুমান পতাকা,

মা দুজ্ঞা - তুই ক্ষমা কর ।

#
জন্মের সময় নাকি বাবা বলেছিল -
মাথাটা কেটে ফ্যাল

হিন্দু-মুসলিম বলে কথা নয়
ডাক্তারী পরামর্শ

ভাগ্যিস সেদিন শিশ্ন কাটায়নি

- প‌্যান্ট খোলার পর সাংবাদিকের উচ্ছ্বাস !

#
গো-মন্ত্র
কেউ'ই ছিল না অযোদ্ধা

বাবরি মসজিদের সফল ভাংচুর

একদিন নষ্টরাই দখল করে নেবে পৃথিবী ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নেওয়াজ আলি বলেছেন: গো-মূত্র খাওয়া চা ওয়ালা বাংলাদেশে যেন না আসতে পারে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮

সাইন বোর্ড বলেছেন: আমি-আপনি না চাওয়াতে সরকারের কিছু যায় আসেনা । আসবে কিংবা আনতে হবে তাদের স্বার্থে । ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১

একাল-সেকাল বলেছেন:
NO ENTRANCE FOR MODI

"জুটিয়াছে যত হনুমান আর অপদেব"- কাজী নজরুল ইসলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১০

সাইন বোর্ড বলেছেন: হনুমান নয় বলুন হনুমান রাজা, নষ্ট পৃথিবীর নরপিসাচ । ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২০

নাসির ইয়ামান বলেছেন: তোমরা মুসলিম হইলে দেশের কল্যাণ ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১১

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: বড় দুঃখজন।
মসজিদ মন্দির ইত্যাদি ধর্মীয় স্থান গুলোতে এরকম করা মোটেও ঠিক হয় নি।
মানুষ কবে ভালো হবে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখজনক ঘটনা । মানবতা কোথায় আজ ? এর জবাব কে দেবে। যে মানবতা রক্ষাকারী সেই যেন ধ্বঃসযজ্ঞের নেতৃত্বে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৭

সাইন বোর্ড বলেছেন: জানিনা মানবতার এ কোন পর্যায়ে আমরা আছি, সত্যিই এসব অমানবিক অত্যাচার চোখে দেখা যায় না । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভীষণ রকম সাম্যবাদী
সাম্যের কথা বলে
তারায় আবার স্নান করে যায়
মগজ গলা জলে !


আপনার কবিতা আলোড়িত করলো। ++

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

সাইন বোর্ড বলেছেন: এরাই নাকি গণতন্ত্রের ফেরী করে, মডেল । এতটা অমানবিক হয় কি করে মানুষ ? পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৯

আতঙ্কিত মানুষ বলেছেন: দুঃখজনক

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১০

সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.