নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
গোলাপের শিকড়ে জল ঢেলে
তিস্তাকে তুমি আজও মরুভুমি করো; ভালোবেসে
যেমন একিদন ফারাক্কার বাঁধ নির্মাণ করেছিলে
ট্রায়াল বেজিজ
এখন গড়াই এ আমি ক্রিকেট খেলার মাঠ নির্মাণ করতে পারি ।
দেখ না, ফেলানীর নিথর দেহ কাঁটাতারে ঝুলে থাকলেও
আমি মুখে টেপ মেরে থাকি, কারণ
তুমি তো শুধু আমার বন্ধু না, পরম বন্ধু !
শালার, আমাদের এত গরুচোর যে, তিন দিন পর পর
ওদের লাশ গুণতে গুণতে আমাকে হয়রান হতে হয় !
শুনছি তুমি নাকি আবার কচু কাটা শুরু করেছ,
আরে মানুষ তো আর কাটছো না
কুচক্রি মহল, কত কিছুই না রটনা ছড়ায়...
এতে আমাদের একাত্তর তো আর মিথ্যা হয়ে যেতে পারেনা
- এক কোটি মানুষের আশ্রয়, খাদ্য, বিষ্ঠার দূর্গন্ধ, রোগ, বালাই
যুদ্ধ, জীবন, মরণ, বেঁচে থাকা, ঘুরে দাঁড়ানো...
তারপর, যুদ্ধ শেষে সব গনিমতের মাল,
সেটাতে তোমারও নিশ্চয় হক আছে ।
প্রিয় বন্ধু আমার, মুজিব বর্ষে তুমি অবশ্যই আসবে
তোমাকে আসতেই হবে ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪১
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫
নেওয়াজ আলি বলেছেন:
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২০
সাইন বোর্ড বলেছেন: এটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখেনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: মুজিব বর্ষে ধামাকা হবে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৩
সাইন বোর্ড বলেছেন: মুদিকে নিয়ে ব্রেক ড্যান্স হবে । ধন্যবাদ ।
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৭
একাল-সেকাল বলেছেন:
কবিতার শেষের লাইন টা যেন কারো জীবনের শেষের কবিতা না হয়ে যায় !
মোদী আসবে, শুরু হবে সরকারী ধর্মঘট,
রাস্তায় চলবেনা গাড়িঘোড়া।
লাইন লাগাবে সৈন্যের মত ধর্ম সাধকেরা।
রুখে দাও প্রবেশ, প্রতিবাদী সমাবেশ।
আহবান আসবে উত্তর থেকে দক্ষিনে,
পাহারায় পুলিশ, তল্লাশি অহর্নিশ, "সাথে কি এনেছ হে---"
শুন্য হাত খানা, তবু দিবে জরিমানা !
মাঠে ঘাটে পথে, বাধা পেতে পেতে
আসবে ওরা বাধা দিতে।
শেষ রক্ষা কি হবে ?, সময় ঘনাবে যবে
জয় হিন্দ চড়িয়া বসিবে জয় বাংলার রথে।
সাড়ে সাত কোটির মুজিব দেখবেনা জানি
আঠারো কোটির ভিড়।
ঠেকাতে সেই ভিড়, গলধ ঘর্ম সবার
কতনা ফন্দি ফিকির।।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৫
সাইন বোর্ড বলেছেন: দেশের মানুষ সরকারী ধর্মঘট দেখে দেখে অভ্যস্ত, মুদি আসবেই, পরম বন্ধু যখন খুঁটি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: স্যালুট জানাই