নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

সিংগাপুর ফেরৎ

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৩


#
এমন কিছু মৃত্যু
সিংগাপুর থেকে ফিরে এসেও
কাকের পাখায় ভর করে
হঠাৎ পেয়ে যায় শকুনের আয়ু...

কারণ তখনো তার মিথ্যার ফজিলত শেষ হয়নি

ফুলস্পিড, সবাইকে ধোঁকা দিতে দিতে
পার হতে চায় সহজ পুলসিরাত

এভাবে শরাবের নেশায় ভরে যায় তার রক্তের গেলাস,
তবু পিপাসা মিটেনা...

এসব দেখে নির্বোধদের কেউ কেউ বলে -
আরে ঐ তো সব নাটের গুরু,
এত সহজ মৃত্যু তার হবেনা

হ্যাঁ, বলে দিলাম ।

#
পাতা ও ডালের বসবাস খুব কাছাকাছি হলেও এতদিন পাতাকেই কৌশলের উচু স্তরে ধরা হয়েছে । তাই, কৌশলকে এখনো পাতাতেই
থাকতে দাও...

নির্বোধরা না হয় ডালে ডালেই থাকুক আর পাতার নড়াচড়া দেখুক...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: পুরো পৃথিবীর অবস্থাই ভালো না। এখন সবাই যে যার জায়গায় থাকুক।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:০৫

সাইন বোর্ড বলেছেন: মানুষ না চাইলেও তারা থাকবে, যাদের হাত অনেক লম্বা এবং শক্তিশালী । পড়া ও মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

২| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৫৫

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:০৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৩| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দারুন ভাবনার কবিতা।

০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ১১:২৮

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: অনেকে ব্লগে আমাকে অবহেলা করে- আমার মন্তব্যের উত্তর দেয় না।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অবহেলা করেন নি।

০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ১১:৩০

সাইন বোর্ড বলেছেন: আপনার অবহেলার দুঃখকে কিছুটা লাঘব করতে পেরে পুলকিত অনুভব করছি, অসংখ্য ধন্যবাদ ।

৫| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা হিসাবে অসাধারণ। কবিতার পটভূমিকা কতজনে ধরতে পারে তা অবশ্য দেখার বিষয়।

০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ১১:৩২

সাইন বোর্ড বলেছেন: এ প্রশ্ন আমারও, কিন্তু কি করব, সময়ই আমাকে রূপক, প্রতীক আর উপমার আশ্রয় নিতে বাধ্য করেছে । অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.