নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
হৃদয় আমার এখনো এক টুকরো মাংস
গতকাল হার্ট ফাউন্ডেশনে গিয়ে জানা গেল
তিনটা ব্লকে তার আটকে গেছে রুধি,
ময়লা আর আবর্জনা জমে
এবার হয়ত শীঘ্রই খুলে পড়বে পলেস্তারা
অথচ রিং পরানোতে আমার খুব ভয়,
আর বাইপাস সার্জারী ?
অভিশপ্ত রাজবাড়ির বিরান ভূমি !
কী করে যে শিপ্রা, জুলেখা, কংকাবতী
আর সুধাময়ীদের এতদিন ভালোবেসেছি,
ভাবলে অবাক হতে হয় !
ভাগ্যিস, এখনো গিন্নী জানেনা । বাসা আসলে
শুধু আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে
বলল, এই নাও তোমার বাড়ি চুনকাম করানোর নোটিশ
সতের তারিখে জন্মদিন, বন্ধু আসবে
চৌদ্দ তারিখের মধ্যে রঙের কাজ শেষ করতে হবে ।
ভাবছি, ঢাকার প্রতিটা বাড়ির ছাদে বরফ কুচি দিয়ে
এক গ্লাস রক্তের সরবত বানিয়ে
ঝুলিয়ে রাখলে কেমন হয় ?
বন্ধু খুব রক্ত খেতে পছন্দ করে, মুসলমানের রক্ত;
আমাদের হৃদয় না হয় আজ এক টুকরো মেঘ
ইচ্ছে করেই ভাসিয়ে দেব ভারত মহাসাগরে...
০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৭
সাইন বোর্ড বলেছেন: চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই যেন করার নেই । অসংখ্য ধন্যবাদ ।
২| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৫১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা।
০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: মানুষ তো রক্ত খেতে পারে না। রক্ত খায় পিশাচ।
০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৬
সাইন বোর্ড বলেছেন: তাহলে মুদিও একজন পিশাচ, ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানবিকতার মর্মাহত মৃত্যু।++++