নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
# চিৎকার
কিছু মানুষের আর্তনাদ শুনতে শুনতে
আমি বড্ড নির্বাক হয়ে গেছি,
মনে হয় কোনদিনই আর কথা বলতে পারব না
কিন্তু আমি জানি, অচিরেই
খুব জোরে আমাকে একটা চিৎকার দিতে হবে
একেবারে পৃথিবী কাঁপিয়ে
তা না হলে আমার নির্বাক হওয়া
ঠেকানো যাবেনা ।
# করতে পারিনা
ইদানিং যেখানেই যাই
মাথায় করে একটা বোঝা বয়ে নিয়ে যেতে হয়,
অথচ কোনদিনই আমি কষ্টের ফেরীওয়ালা ছিলাম না
বড় জোর, কষ্টের সাথে কিছু শ্রম ও ঘাম মিশিয়ে
একটা ভবিষ্যৎ তৈরী করতে পারি
কখনো কষ্টের ফেরী করতে পারিনা ।
০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৪
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।
২| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:২১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৩| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: ধোলাইর খালের টেকনোলজি তৈরি আর নীলক্ষেতের থিসিস লেখার লোকদের আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হোক।
০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩১
সাইন বোর্ড বলেছেন: সরকারের কাছে তদবির করে দেখুন, যদি ব্যবস্থা করা যায় ।
৪| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৩
মাস্টারদা বলেছেন: দেখার যখন কেউ থাকে না, তখনও এক জোড়া চোখকে দেখতেই হয়।
শোনার মতো কেউ না থাকলেও একটা কানকে শুনতেই হয়,
বলার মতো ভাষা না থাকলেও একটা মৌন-মুক প্রতিবাদ থাকেই থাকে।
পৃথিবী যে এখনো দাঁড়িয়ে আছে;
ভালো-মন্দের ভারসাম্যে বিপরীতে একজনকে থাকতেই হয়
নিজের আর সবার অস্তিত্বের কারণ হয়ে।
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০৭
সাইন বোর্ড বলেছেন: অনুভূতিকে তো আর অস্বীকার করার উপায় নেই কারণ ওটা নিজের ভেতর থেকে আসে, কিন্তু সবাই নিরুপায়, মানবতার মৃত্যু এভাবেই দেখতে হচ্ছে আমাদের । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৫| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সরকারের কাছে তদবির করে দেখুন, যদি ব্যবস্থা করা যায় ।
আমার চিন-পরিচয় নাই কারো সাথে। তদবির কিভাবে করতে হয় তাও জানি না।
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:১১
সাইন বোর্ড বলেছেন: বুঝতে পারছি, শুধু আদর্শের সমর্থক, সীমাহীন অন্যায়-অবিচারের মাঝেও আদর্শকে ভালবেসে যেতে হয়, অনেকটা পুরানো প্রেমের মত । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৬| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৪
নেওয়াজ আলি বলেছেন: সুশ্রী লেখা ।
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:১২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৭| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১১:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার প্রকাশ।
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগল কবিতা ।