![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
কোন নাটক নয়, ওটা ছিল বিচারের ভুল
কলা ছিলে যখন আর বুজানো যায় না
তখন ইনস্ট্যান্ট আরেকজনকে এনে
আসামীকে মুক্ত করাতে হয়
তারপর আগের বিচারপতিকে চলে যেতে হয় অবসরে
এতে চোখ দুটো তার বিস্ময়ে ছানাবড়া হলেও
কিছু করার নেই
কারণ উনি এতদিন শুধু আইন'ই পড়েছে,
একটুও মগজ পড়েনি
আর রক্ত উঠা চোখ, সম্ভবত আগে দ্যাখেইনি
বিচার শিখবে কি করে ?
#
তুমি বললেই তো আর হলোনা যে
পাপিয়া একাই সব গান গেয়েছে
বরং ও একটু অভিমান করেছে
এই ভেবে যে
এতদিন যারা তার গান শোনেনি
তাদের সবাইকে গান শোনার ব্যবস্থা করেছে
ওর পাখায় শুধু শুধু কলংক লেপন করোনা ।
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২৩
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
২| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সম সাময়িক বিষয়ে কাব্যে ভাললাগা
যখন প্রধান বিচারপতিকে রাতের আঁধারে দেশ ছাড়তে হয়..
সেখানে এতো নস্যি!
আর
ভ্রমর কবে দায় নিয়েছে বলুন! দোষতো সব ফুলেরই
০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১২
সাইন বোর্ড বলেছেন: এখনো কত খেলা দেখতে বাকী আছে, কে জানে ? অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২০
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।